দেউলিয়া হয়ে গেলেন অনুব্রত মণ্ডল! বীরভূমের বাঘের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

বাংলা হান্ট ডেস্কঃ গোদের ওপর বিষ ফোঁড়া! গত বছর থেকে জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বর্তমানে তার ঠিকানা দিল্লির তিহাড়। সম্প্রতি এই মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যাও। সব মিলিয়ে শারীরিক, মানসিক কষ্টে কোনও রকমে দিন কাটাচ্ছেন কেষ্ট। এরই মধ্যে এবার মণ্ডল পরিবারের সব সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

বিগত সাত-আট বছরে অনুব্রত মণ্ডল নামে-বেনামে বিপুল টাকার সম্পত্তি করেছেন। যার প্রমানও আদালতে দিয়েছে ইডি। সেসব সম্পত্তির কোনওটা কেষ্টর নিজের নামে, কোনওটা প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে আবার কোনওটা মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। বুধবার ইডি অনুব্রত ও তার স্ত্রী, মেয়ের নামে থাকা সমস্ত সম্পত্তি একজোটে বাজেয়াপ্ত করল (ED seized)।

আর কি জানা যাচ্ছে? ইডি সূত্রে খবর ইতিমধ্যেই মোট ১১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বোলপুরের বিভিন্ন জায়গায় কেনা বিঘার পর বিঘা জমি, শিব শম্ভু ও ভোলে ব্যোম রাইস-মিল সহ মেয়ে সুকন্যা মণ্ডল ও স্ত্রীর নামে রাখা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

সূত্রের খবর, বীরভূমের বাঘের সবমিলিয়ে মোট ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তদন্তকারী সংস্থা। তার মধ্যে মেয়ে সুকন্যা ও প্রয়াত স্ত্রীরও কিছু অ্যাকাউন্ট রয়েছে। প্রসঙ্গত, পূর্বে সিবিআই অনুব্রত মণ্ডলের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। আর এবার আরেক তদন্তকারী সংস্থা প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল।

অনুব্রতর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা এএনএম অ্যাগ্রোকেম নামের একটি সংস্থার অ্যাকাউন্টও ফ্রিজ করেছে কেন্দ্রীয় এজেন্সি। শুধুমাত্র অনুব্রতর নিচুপট্টির বাড়ি ছাড়া সমস্ত সম্পত্তিই এখন ইডির আওতায়।

ed , anubrata, sukanya

অন্যদিকে, এদিনই অনুব্রতর জামিনের শুনানি আরও পিছিয়ে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই মামলার শুনানি হবে আগামী ১০ জুলাই। তাহলে আপাতত কয়েক মাসের জন্য নিশ্চিতভাবে অনুব্রতর ঠিকানা থাকছে দিল্লির তিহাড়। যদিও কেষ্টর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানিয়েছেন, জামিনের বিষয়ে এরপর দিল্লি হাইকোর্টে আবেদন করতে পারেন তারা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর