বাংলাহান্ট ডেস্ক : একসাথে উচ্চ মাধ্যমিক (Higher Secondary Examination) পরীক্ষা দিয়েছিলেন মা ও ছেলে। মা ও ছেলে দুজনেই ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন উচ্চ মাধ্যমিক। ফল বেরোতে দেখা গেল ছেলের থেকে বেশি নম্বর নিয়ে পাশ করেছেন মা। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল।
শান্তিপুর এলাকার মা ও ছেলে দুজনেই উত্তীর্ণ হয়েছেন ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক। মা লতিকা মন্ডল উচ্চমাধ্যমিকে পেয়েছেন মোট ৩২৪। ছেলে সৌরভ মন্ডল সেখানে পেয়েছেন ২৮৪। নম্বরের ভিত্তিতে মা এগিয়ে গেলেও ছেলে সৌরভ মন্ডল এর কিন্তু তাতে কোনও দুঃখ নেই।
উল্টে ছেলে জানালেন মায়ের সাফল্যে তিনি গর্বিত। উচ্চমাধ্যমিকে সৌরভ ও লতিকার তিনটি বিষয় ছিল কমন। মা ও ছেলে একসাথে পড়তেন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও এডুকেশন। চতুর্থ বিষয় হিসেবে সৌরভ উচ্চ মাধ্যমিকে বেছে নিয়েছিলেন দর্শন। মা লতিকা মন্ডল এর চতুর্থ বিষয় ছিল সংস্কৃত।
দিনমজুরের কাজ করেন লতিকা মন্ডল এর স্বামী। সংসারের খানিকটা হাল ফেরানোর আশায় লতিকা শুরু করেন শাড়ি বোনার কাজ। ছেলের উৎসাহে শুরু করেন পড়াশোনা। লতিকার স্বপ্ন উচ্চ শিক্ষা করার। লতিকার ইচ্ছা কলেজে পড়ে একটা চাকরি পাওয়ার।
পরিবার থেকে প্রতিবেশী, লতিকার এই সাফল্যের সবাই গর্বিত। অনেকেই বলছেন যারা স্কুল ছুট কিংবা বেশি বয়সে পড়াশোনা শুরু করতে চান তাদের কাছে লতিকা মন্ডল একটা উদাহরণ। আর লতিকার এই সাফল্য নিয়ে পাড়ার লোকজন থেকে শুরু করে পরিবারের সদস্যরা যারপরনাই উচ্ছ্বসিত।