‘এবার প্রধানমন্ত্রী বদলানোর জন্য লাইনে দাঁড়ান’, মানুষের কাছে আর্জি অভিষেকের

বাংলা হান্ট ডেস্ক : ফের বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘অনেক হয়েছে নোটবন্দি, ভোটবন্দি। এবার যদি লাইনে দাঁড়ান, প্রধানমন্ত্রী বদলানোর জন্য দাঁড়াতে হবে’। পুরুলিয়া জনসভা থেকে মোদিকে নিশানা করে এমনই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক এদিন বলেন, ‘প্রধানমন্ত্রী ভাবছে, আমি যা চাইব, তাই করব। রিমোট কট্রোল টিপব, আর টাকা বন্ধ। প্রধানমন্ত্রীর হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার হাতেও ভোট বোতামটা থাকবে আগামি দিনে। আপনারা সেটাকে কাজে লাগাবেন।’

abhishek 2

এরই মধ্যে শুরু প্রাকৃতিক দুর্যোগ। পুরুলিয়ার ‘নবজোয়ার’ জনসভায় তখন সবেমাত্র বক্তব্য রাখতে শুরু করেছেন অভিষেক। হঠাৎ তুমুল ঝড়! সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সভা। শুধু তাই নয়, নিরাপত্তাজনিত কারণে মঞ্চের সামনে যে জায়গাটি ফাঁকা রাখা হয়েছিল, সেই জায়গায় মানুষকে দাঁড়াতে দেওয়ার অনুরোধ করেন অভিষেক। বলেন, ‘আমার নিরাপত্তা পরে, মানুষের নিরাপত্তা আগে’।

ঝড় থামলে আবার শুরু হয় সভা। দ্বিতীয় দফায় অভিষেক বলেন,’ আজকে ১০০ দিনের টাকা বন্ধ।  আবাসের টাকা বন্ধ। রাস্তার টাকা বন্ধ। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। কারণ, বিজেপি বাংলায় হেরেছে। এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শেষ হবে, আমরা দিল্লিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। দরকার হলে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে আমি বসব। কিন্তু আপনার টাকা আপনার অধিকারের টাকা, দিল্লির বুক থেকে ছিনিয়ে এনে আপনাকে দেব, কথা দিয়ে যাচ্ছি।’

এদিকে এবার ‘বাতিল’ হতে চলেছে ২০০০ টাকা নোট! রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে। নতুন করে আর ২০০০ টাকা নোট ছাপা হবে না।

এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘২০১৬ সালে তুঘলকি সিদ্ধান্ত। হঠাৎ করে ৫০০ টাকার নোট বাতিল, ১০০ হাজার নোট বাতিল। লাইনে দাঁড়িয়ে ১৪০ জন মারা গিয়েছে গরমে। ৭ বছর আগে ঘোষণা করেছে, আবার ২০০০ টাকার নোট বাতিল করল। মানুষ লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করবেন।’


Sudipto

সম্পর্কিত খবর