বাংলা সেরা সিরিয়ালের এখন সবথেকে কম TRP, ‘মিঠাই’এর হাল বেহাল, প্রথম স্থানে ফের চমক

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের একটি দিনের জন্যই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন টেলিভিশন সিরিয়ালের (Serial) অভিনেতা অভিনেত্রীরা এবং দর্শকরা। এই দিনেই প্রকাশ্যে আসে বিভিন্ন সিরিয়ালের টিআরপি। সারা সপ্তাহের পর দর্শকরা কোন সিরিয়ালকে এগিয়ে রাখল আর কাকেই বা ছুঁড়ে ফেলল, টিআরপি তালিকা থেকেই স্পষ্ট হয়ে যায় সবটা।

লিস্টের প্রথম স্থানটা নিয়েই কয়েক সপ্তাহ ধরে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো এগিয়ে যাচ্ছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া, আবার কখনো টেক্কা দিচ্ছে জি বাংলার জগদ্ধাত্রী। এ বলে আমায় দেখ ও বলে আমায়। এ সপ্তাহে ছক্কা হাঁকিয়েছে জলসার স্টার অনুরাগের ছোঁয়া। সূর্য দীপার মিলন হতে টিআরপি বেড়েছে চড়চড়িয়ে। এই সিরিয়ালের নম্বর এ সপ্তাহে ৭.৫।

trp

কয়েক পয়েন্ট পিছিয়ে দু নম্বরেই রয়েছে জগদ্ধাত্রী। একের পর এক রহস্য উন্মোচন করতে করতে জ্যাসও কিন্তু পিছিয়ে নেই। ৭.০ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করেছে এই সিরিয়াল। তিন ও চার নম্বর স্থানে রয়েছে যথাক্রমে গৌরী এলো এবং নিম ফুলের মধু। দুই সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৬.৮ এবং ৬.৪।

পঞ্চম স্থানে একসঙ্গে জায়গা করে নিয়েছে রাঙা বউ এবং বাংলা মিডিয়াম। দুটো সিরিয়ালেই উঠেছে ৫.৫ নম্বর। স্টারের নতুন সিরিয়াল রামপ্রসাদের ঝুলিতে উঠেছে ৩.২ পয়েন্ট। তবে সবথেকে খারাপ অবস্থা মিঠাই এর।

trp

টেলিভিশনের সবথেকে পুরনো সিরিয়াল যা একসময় বাংলা সেরা ছিল, তা আজ নেমে গিয়েছে তলানিতে। যে সিরিয়াল সবথেকে বেশি সময় ধরে বাংলা সেরা ছিল সেই মেগাই এখন জি বাংলার সবথেকে কম টিআরপির সিরিয়াল হয়ে দাঁড়িয়েছে।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

অনুরাগের ছোঁয়া- ৭.৫ (প্রথম)

জগদ্ধাত্রী- ৭.০ (দ্বিতীয়)

গৌরী এলো- ৬.৮ (তৃতীয়)

নিম ফুলের মধু- ৬.৪ (চতুর্থ)

রাঙা বউ, বাংলা মিডিয়াম- ৫.৫ (পঞ্চম)

পঞ্চমী- ৫.৪ (ষষ্ঠ)

এক্কা দোক্কা- ৫.৩ (সপ্তম)

মেয়েবেলা, হরগৌরী পাইস হোটেল- ৪.৭ (অষ্টম)

খেলনা বাড়ি- ৪.৪ (নবম)

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৩ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (২.৭)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.১)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.০)

ফালতু- চতুর্থ (১.৯)

ইমলি- পঞ্চম (১.৭)