প্রেমের জল্পনায় শিলমোহর কৌশাম্বির! পর্দার ভাইয়ের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : রুপোলি পর্দায় তাদের দেখা গেছে ভাই এবং বোনের চরিত্রে। তবে বাস্তবের সম্পর্কটা কিন্তু একেবারেই অন্যরকম। এমনটাই বলছেন নেটনাগরিকরা। কথা হচ্ছে কৌশাম্বি চক্রবর্তী (Kousambi Chakraborty) এবং আদৃত রায়কে (Adrit Roy) নিয়ে। সোশ্যাল মিডিয়া তথা মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে একে অপরকে নাকি মন দিয়ে ফেলেছেন এই দুই তারকা।

আর এবার তার কিছুটা আভাস পাওয়া গেল টেলি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে। আসলে বৃহস্পতিবার ছিল মিঠাই ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ মোদক তথা আদৃত রায়ের জন্মদিন। সহ কর্মীরা থেকে শুরু করে অনুরাগীরা সকলেই তাঁকে জানিয়েছেন শুভেচ্ছা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না কৌশাম্বি।

kousambi chakraborty

নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় আদৃতর সঙ্গে ছবি পোস্ট করলেন কৌশাম্বি। ছবিতে দেখা গেল হাতে কেক মাখা আদৃত বাহুডোরে আগলে রেখেছেন কৌশাম্বি এবং নিজের মাকে। ক্যাপশনে লেখা, ‘ যারা তোমায় চেনে না ‘ঠিক’, তাদেরও যেনো ভালো হয়। শুভ জন্মদিন আদৃত রায়। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে… অনেকটা পথ চলা বাকি’। এই ছবি দেখে মোটেই খুশি হলেন না সিধাই ভক্তরা।

কৌশাম্বির শেয়ার করা ছবিতে দেখা গেল কালো শর্টস এবং কচি কলাপাতা রঙ্গা টি শার্ট পরে সোফায় বসে রয়েছেন অভিনেতা। একদিকে হলুদ পোশাকে কৌশাম্বি আর অন্যদিকে হালকা নীল রঙের সালোয়ারে আদৃতের মা। গোটা ঘর সাজানো বেলুন দিয়ে। দেখে বোঝাই যাচ্ছে অভিনেতার বিশেষ দিনটা আরও স্পেশাল করে তোলার জন্যই এই আয়োজন।

তবে কেবলমাত্র কৌশাম্বির নয়। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনস্ক্রিন পুত্র কন্যা, কো স্টার তন্বী লাহা রায়, ধ্রুব সরকার থেকে শুরু করে উদয় প্রতাপ সিং সহ অন্যান্যরা। যদিও পর্দার নায়িকা মিঠাই রানী কিন্তু শুভেচ্ছা বার্তা জানালেন না আদৃতকে।

adrit roy

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি মোটেই আর সিঙ্গেল নন, বরং কমিটেড। যদিও ক্যামেরার সামনে প্রেয়সীর নাম নেননি তিনি। আর তারপর থেকেই আদৃত কৌশাম্বির প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে নেটপাড়ায়।

additiya

সম্পর্কিত খবর