বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর এক সময় বলেছিলেন যে শুভমান গিলকে ছেড়ে দেওয়ার জন্য তার মনে কোন আফসোস নেই। আজ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর তাকে একই প্রশ্ন করা হলে তিনি কি একই উত্তর দেবেন? সম্ভবত তিনি সেই একই আত্মবিশ্বাস আর দেখাতে পারবেন না। কারণ আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও একই রকম দাপুটে ব্যাটিং করে নিজের আইপিএল ক্যারিয়ারের তৃতীয় শতরান তুলে নিলেন শুভমন গিল। পীযূষ চাওলাদের নিয়ে তিনি যেভাবে কপিবুক ক্রিকেট খেলেই তাদের হেনস্থা করেছেন সেটা দীর্ঘদিন মনে থাকবে ক্রিকেটপ্রেমীদের।
আজ মাত্র ৫০ বলে নিজেদের শতরান সম্পূর্ণ করেছেন শুভমান গিল। এর আগে অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন মাত্র ৩২ বলে। তিনি আজ ক্যামেরন গ্রিন ও বেহেরনডর্ফের সুইং, পীযুষ চাওলার স্পিন, মাধোয়াল ও জর্ডানের ভেরিয়েশন, সবকিছুর বিরুদ্ধেই অত্যন্ত স্বাচ্ছন্দ্য ছিলেন। কোনভাবেই রোহিত শর্মা তাকে বিপাকে ফেলতে পারেনি। ঋদ্ধিমান সাহা পাওয়ার প্লে-এর পরে দ্রুত আউট হলেও তার ওপর কোন চাপ পড়েনি।
সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে তিনি নিজের ইনিংসটি এগিয়ে নিয়ে যেতে থাকেন। এর আগে অবশ্য পাওয়ার প্লে চলাকালীন ৩০ রানের ব্যক্তিগত স্কোরে জর্ডানের বলে তার ক্যাচ ফেলেছিলেন টিম ডেভিড। ক্যাচটা কিছুটা কঠিন হলেও আধুনিক ক্রিকেটে এমন ক্যাচ রোজই নেওয়া হয়ে থাকে।
তারপর থেকে আর শুভমান গিল থামেননি ১৭ ওভারের আগে। আরও ৯৯ রান করে তিনি আউট হন মাধোয়ালের বলে। মেরেছেন সাতটি চার এবং দশটি ছক্কা। ৬০ বলে ১২৯ রান করার পরেও এখন তিনি আউট হন তখন তার মুখে ছিল আফসোসের চিহ্ন। তিনি যখন আউট হয়ে স্টেডিয়াম ছাড়ছেন তখন গোটা স্টেডিয়ামে উপস্থিত সমস্ত মানুষ নিজেদের প্রিয় দল কোনটা সেটা ভুলে নিরপেক্ষভাবে হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।
আজ তিনি অল্পের জন্য লোকেশ রাহুলের একটা রেকর্ড ভাঙতে পারেননি। পাঞ্জাব কিংসের জার্সিতে লোকেশ রাহুল যে ১৩২ রানের ইনিংসটি খেলেছিলেন সেটি ছিল সেটাই এখনো অবধি কোন ভারতীয়র আইপিএলের মঞ্চে খেলা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তবে রাহুলের রেকর্ড ভাঙতে না পারলেও ভারতীয় দলে তার জায়গাটা যে বেশ কিছুদিনের জন্য ছিনিয়ে নিয়েছেন গেলে তা নিয়ে কোনও সন্দেহ নেই।