WTC ফাইনালে এই ওপেনারকে ভারতীয় দল থেকে ছেঁটে গিলের জুড়িদার হিসাবে যশস্বীকে ডেকে নিলেন দ্রাবিড়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে (IPL 2023) শুভমান গিলের (Shubman Gill) পাশাপাশি অসাধারণ ছন্দে ছিলেন যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal)। ব্যাট হাতে তিনিও একটি শতরান পেয়েছিলেন। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি রেকর্ড করে দ্রুততম আইপিএল অর্ধশতরান করেছেন। আইপিএলে তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। খুব দ্রুতই তাকে ভারতীয় দলে (Team India) সামিল করার দাবি করা হচ্ছিল। ভক্তদের সেই আশা অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই (WTC Final) পূরণ হতে চলেছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অংশ হতে ইংল্যান্ড উড়ে যাবেন যশস্বী। না, এখনই তার মাঠে নামা হচ্ছে না এবং শুভমান গিলের সঙ্গে জুটি বাঁধা হচ্ছে না যা দেখার জন্য অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। তাহলে আচমকাই কেন ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে?

jaiswal 98

জানা গিয়েছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জন্য স্ট্যান্ড বাই ক্রিকেটের হিসেবে যাদের রাখা হয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন হলেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তার বিবাহ অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠান চলবে ৩ থেকে ৪ই জুন অবধি। ফলে বাকিদের সঙ্গে সময় মতো ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়ে যেতে পারবেন না তিনি।

তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করেছিলেন বটে যে তাকে ৫ই জুনের পর স্কোয়াডের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দিতে। কিন্তু তার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। এরপর তিনি পরিবর্ত হিসেবে যশস্বীকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ ৭ জুন টুর্ণামেন্টের ফাইনাল শুরু হওয়ার আগে যদি কোনও গুরুত্বপূর্ণ টপ অর্ডারের ব্যাটার চোট পান তাহলে যশস্বীর টেস্ট অভিষেকের সুযোগও চলে আসতে পারে।

আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের জার্সিতে অসাধারণ ছন্দে ছিলেন এবং ১৪ ম্যাচে ৬২৫ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছিলেন একটা সময় অবধি। এছাড়া রঞ্জি ট্রফিটাও তিনি পাঁচটি ম্যাচ খেলেছিলেন মুম্বাইয়ের জার্সিতে। সেখানে তিনি ৪০৪ রান করে সকলকে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। ভারতীয় ক্রিকেট প্রাণীরা এখন আশা করবেন যে যদি কোন ভাবে তার সামনে সুযোগ চলে আসে তাহলে যেন মানসিকভাবে প্রস্তুত থাকেন এই তরুণ ক্রিকেটার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর