সপ্তাহে ৭ দিনই কিন্তু গড়ায় না বন্দে ভারতের চাকা! ট্রেনটির রোজ না চলার কারণ জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express) নিয়ে সবার মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি বড় শহরে শুরু হয়েছে সেমি হাই স্পিড এই ট্রেন। পশ্চিমবঙ্গেও দুটি রুটে চলাচল করছে বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেস একদিকে যেমন উচ্চগতির, অন্যদিকে অত্যাধুনিক। বিশ্বের বহু লাক্সারি ট্রেনের সাথে পাল্লা দিতে পারে ভারতের এই বন্দে ভারত এক্সপ্রেস।

সব থেকে বড় কথা এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। তবে কোনও রুটেই বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৭ দিন চলাচল করে না। কোনও রুটে সপ্তাহে ছয় দিন, আবার কোনও রুটে সপ্তাহে পাঁচ দিন বন্দে ভারত চলাচল করে। কিন্তু ঠিক কী কারণে প্রতিদিন এই বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয় না?

রেল কর্তৃপক্ষ কেন এই ধরনের নিয়ম তৈরি করেছে? এই ব্যাপারে রেল কর্তৃপক্ষ কী বলছে? আজকের প্রতিবেদনে আমরা সেটি জেনে নেব। বিগত কয়েক বছর ধরে ভারত সরকার চেষ্টা করছে ভারতীয় রেলকে নতুন শিখরে নিয়ে যাওয়ার। স্টেশন গুলির যেমন আধুনিকীকরণ করা হচ্ছে, তেমনি বদল আনা হচ্ছে ট্রেনের কোচে।

যাত্রীরা যাতে আরো দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেই লক্ষ্যে চালু করা হচ্ছে বিভিন্ন নতুন রুট ও ট্রেন। রেলের আধুনিককরণের চিন্তাভাবনার সবথেকে বড় ফসল হল বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড এই ট্রেন করে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন যাত্রীরা। গোটা ভারতবর্ষে ভবিষ্যতে তিন ধরনের বন্দে ভারত আনার পরিকল্পনা চালাচ্ছে রেল।

লোকাল ট্রেন গুলিতেও থাবা বসাতে পারে এই বন্দে ভারত। এমনকি অদূর ভবিষ্যতে স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেসও আসতে চলেছে। বর্তমানে ভারতের ১৩টি রুটে চলাচল করছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে সবকটি রুটেই সপ্তাহের সাত দিন এই ট্রেন পরিষেবা দেয় না। কোনও রুটে সপ্তাহে পাঁচ দিন, আবার কোনও রুটে সপ্তাহে ছয় দিন এই ট্রেন যাতায়াত করে।

vande bharat dec 6

রেলের (Indian Railways) পক্ষ থেকে জানানো হয়েছে মূলত রক্ষণাবেক্ষণের জন্য এই ট্রেনকে সপ্তাহের প্রতিদিন চালানো হয় না। এই ট্রেনের যাত্রী ভাড়া অন্যান্য ট্রেনের তুলনায় বেশি। তাই যাত্রীদের অনেক উচ্চমানের পরিষেবা দিতে হয় এই ট্রেনকে। এর ফলে প্রয়োজন হয় নিয়মিত রক্ষণাবেক্ষণের। সেই উদ্দেশ্যেই এই ট্রেনকে সপ্তাহে এক বা দুই দিন বন্ধ রাখা হয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর