বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পরিবর্তিত হচ্ছে সবকিছু। পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নিত্যনতুন রোজগারের (Income) পথও। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে খুব সহজেই প্রতিদিন আপনি করতে পারেন ভালো উপার্জন।
এমনিতেই এখনকার দিনে বাইক ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। তবে ওই বাইককে কাজে লাগিয়েই আপনি প্রতিদিন কামাতে পারেন ১,২০০ টাকা। হ্যাঁ, প্রথমে শুনে কিছুটা অবাক হলেও এবার ঠিক এইরকমই এক সুযোগের প্রসঙ্গ সামনে এসেছে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
মূলত, এই দুর্দান্ত সুযোগটি সামনে নিয়ে এসেছে Rapido। ওই সংস্থার হাত ধরেই আপনি বাইক ভাড়া দিয়ে বিপুল অর্থ রোজগার করতে পারেন। তবে এর জন্য প্রয়োজন কিছু নথির। পাশাপাশি করতে হবে আবেদনও। বাইক অথবা স্কুটার থাকলেই আপনি হতে পারবেন “Rapido Captain”।
সাথে থাকতে হবে একটি স্মার্টফোন, এবং 3G, 4G অথবা 5G ইন্টারনেট সংযোগ। এছাড়াও মাথায় রাখতে হবে, আপনি যে বাইক কিংবা স্কুটিটি এই কাজের জন্য ব্যবহার করতে চান সেটির বয়স হতে হবে ২০০৯ কিংবা তারও পরের। পাশাপাশি প্রয়োজন বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স। এছাড়াও পরিচয় পত্রের জন্য প্রয়োজন হবে প্যান কার্ড এবং আধার কার্ডের।
এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে যে কিভাবে আপনি যুক্ত হবেন এই সংস্থাটির সাথে। সেই বিষয়টিও তুলে ধরছি আমরা। মূলত, “Rapido Captain” হওয়ার জন্য আপনাকে প্রথমেই Play Store থেকে “Rapido Captain” নামের অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করে নিতে হবে।
তারপরে “Get Started” অপশনে ক্লিক করে হোমস্ক্রিনের ঠিক ডানদিকে থাকা তীর চিহ্নে ক্লিক করার পর ভাষা সিলেক্ট করে মোবাইল ফোনের নাম্বার এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে ফেলতে হবে। তারপর আপনি যে শহরে গাড়িটি চালাতে চান সেটি নির্বাচন করতে হবে। এরপরে আপনি “সার্ভিস” অপশনে ক্লিক করে সেখানে থাকা “নেক্সট” অপশনে ট্যাপ করুন। তারপর আপনি দিতে পারেন প্রোফাইল পিকচার।
সেখানেই আপনি ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় নথিগুলি জমা দিয়ে সেগুলিকে “সাবমিট” করে দিন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এক্ষেত্রে আপনার ড্রাইভিং রেকর্ড অবশ্যই ভালো হতে হবে। তবে, কোনো উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। শুধু তাই নয়, আপনি যদি বাইকটি নিজে চালাতে না চান সে ক্ষেত্রে সেটি ভাড়াও দিতে পারবেন এবং বাড়ি থেকেই নজরদারি চালাতে পারবেন বাইকটির ওপর। আর এই ভাবেই কোনোরকম বিনিয়োগ ছাড়াই আপনি খুব সহজেই প্রতি মাসে আয় করতে পারবেন ২,৫০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত। তাই, বাড়িতে স্কুটার বা বাইক ফেলে না রেখে বরং সেগুলি থেকেই আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আপনি অবশ্যই ভাড়া দিতে পারেন এই সংস্থায়।