করমণ্ডল দুর্ঘটনায় নিহত বাংলার যাত্রীদের দুই লক্ষ করে দেবে তৃণমূল! বড় ঘোষণা অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনার পর রেল মন্ত্রকের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। রেল জানিয়েছে করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা ও আংশিক আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

পাশাপাশি নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। এরপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হল নিহতদের পরিবারের জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই প্রসঙ্গে মত প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়া হবে। রাজনৈতিক মহল এই ঘটনাকে নজিরবিহীন বলে মনে করছে। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, “পঞ্চায়েত ভোটের আগে এটি সহানুভূতির রাজনীতি। আমার ধারণা পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূল এটাকে নির্বাচনী হাতিয়ার করবে।”

অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও গুরুতর আহতদের এক লক্ষ টাকা ও সাধারণ আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে পশ্চিমবঙ্গ সরকার।

Coromandel 1

শেষ পাওয়া খবর অনুযায়ী, করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২৯৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বাংলার ৩১ জন যাত্রী রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ভারতীয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল যৌথভাবে উদ্ধার কার্য চালাচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর