‘জ্ঞানেশ্বরী কাণ্ডে আপনার পিসি কি পদত্যাগ করেছিলেন?’, অভিষেককে তুলোধোনা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটে, শনিবার রাতে তার উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে এই দুর্ঘটনা তো আর পাঁচটা ছোটখাটো দুর্ঘটনার মতো নয়। পরপর তিনটি ট্রেনের ধাক্কা, নিমেষে ওলট-পালট হয়ে যায় সবকিছু। দক্ষিণ-পূর্ব রেলের অধীনে ওড়িশার বালেশ্বর স্টেশনের কাছে শুক্রবার সন্ধের মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express), ডাউন হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস (Howrah-Yashwantpur Express) ও একটি মালগাড়ি (Goods Train)।

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরই কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত বড় রেল দুর্ঘটনার পরেও কেন রেলমন্ত্রী পদত্যাগ করবেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এবার এই প্রসঙ্গেই পাল্টা তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘২০১০ সালের ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস বেলাইন হয়েছিল। তখন কি আপনার পিসি তথা তৎকালীন রেলমন্ত্রী পদত্যাগ করেছিলেন? সেইসময় প্রায় ১৫০ জন যাত্রীর মৃত্যুর দায় নিয়ে তিনি কি রেলমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিলেন?’

শুভেন্দু আরও লেখেন, ‘আপনাকে এটাও মনে করিয়ে দিতে চাই, জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় সিবিআই চার্জশিটে নাম থাকা ছত্রধর মাহাত আপনার পার্টির লোক। ২০২০ সালে জেল থেকে বের হওয়ার পরে তিনি আপনাদের দলের রাজ্য কমিটিতেও চলে গিয়েছিলেন। আর আপনার পিসিই ওই পদে তাঁকে বসিয়েছিলেন। যেখানে দুর্ঘটনার সময় তিনি ছিলেন তৎকালীন রেলমন্ত্রী।’

mamata suvendu abhishek

রাজ্যের বিরোধী দলনেতা এদিন আরও বলেন, ‘শকুনির রাজনীতি করার জন্য আপনি ৪৮ ঘণ্টাও অপেক্ষা করলেন না। একজন অর্ধশিক্ষিত মানুষের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়! যার পিসি এই পারিবারিক ব্যবসার মালিক, তিনি আবার সেই ব্যবসাকে রাজনৈতিক দল বলে উল্লেখ করেন।’

শুধু অভিষেককে কটাক্ষ নয়, এই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশেও দাঁড়িয়েছেন শুভেন্দু। তিনি বলেন, ‘মাননীয় রেলমন্ত্রী আইআইটির প্রাক্তনী। ১৯৯৪ ব্যাচের প্রাক্তন আইএএস। এই সঙ্কটের সময় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি। দুর্ভাগ্যবশত এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।’


Sudipto

সম্পর্কিত খবর