উচ্চমাধ্যমিক পাশের পরেই এবার বন্ধন ব্যাঙ্কে দুর্দান্ত চাকরির সুযোগ! এইভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার বড়সড় সুখবর সামনে এল। বিশেষ করে যাঁরা ব্যাঙ্কে চাকরি করতে চান তাঁদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ। মূলত, বর্তমানে বন্ধন ব্যাঙ্কে (Bandhan Bank) প্রচুর শূন্যপদে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, প্রতি ৩ মাস অন্তর এই ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে। পুরুষ, মহিলা নির্বিশেষে রাজ্যের প্রতিটি জেলার বাসিন্দাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। সর্বোপরি, এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষাও দিতে হবে না। এছাড়াও, বিস্তারিত জানার জন্য সরাসরি ফোন করতে পারেন 7044571663 অথবা 7044871748 এই দু’টি নম্বরে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলি উপস্থাপিত করছি।

কোন কোন পদে করা হবে নিয়োগ: প্রাপ্ত তথ্য অনুযায়ী, সমগ্র রাজ্য জুড়ে বন্ধন ব্যাঙ্কের ব্যাঙ্কিং ইউনিটে ২ টি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পদ দু’টির নাম হল, ডেটা এন্ট্রি অপারেটর এবং কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। শুধু তাই নয়, ব্যাঙ্কিং সেক্টরে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হল, লোন রিকভারি, ক্রেডিট কার্ড এবং ফোন ব্যাঙ্কিং। এছাড়াও আরও বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধন ব্যাঙ্ক ।

   

শিক্ষাগত যোগ্যতা: বন্ধন ব্যাঙ্কের এই চাকরিতে আবেদন করতে হলে আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার চাকরিপ্রার্থীরাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

বেতন: জানা গিয়েছে, সংশ্লিষ্ট পদগুলির ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৫,৫০০ থকে ২৩,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

ছুটি: এখানে চাকুরিরত কর্মীদের সমস্ত ধরণের সরকারি ছুটি প্রদান করা হবে। পাশাপাশি, প্রতিমাসে চারটি রবিবার ও দু’টি শনিবার অর্থাৎ প্রতি সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকবে।

আবেদন প্রক্রিয়া: বন্ধন ব্যাঙ্কের এই নিয়োগ প্রক্রিয়ায় ইচ্ছুক প্রার্থীরা নিম্নলিখিত ভাবে আবেদন করতে পারবেন:
১. সবার প্রথমে চাকরিপ্রার্থীদের NCS-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি সংক্রান্ত ওয়েবসাইট। প্রতিবেদনের শেষে এই লিঙ্কটি দেওয়া রয়েছে।
২. এরপর চাকরিপ্রার্থীদের “Bandhan Bank Recruitment”-এর লিঙ্কের ওপর ক্লিক করতে হবে।
৩. তারপর “Apply Online”-অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে।
৫. সবশেষে ওই ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে পরবর্তীকালের জন্য।
পাশাপাশি, বন্ধন ব্যাঙ্কের ব্যাঙ্কিং ইউনিটে (লোন ডিপার্টমেন্ট) চাকরির ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। এছাড়া, অনলাইনেও আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে চাইলে আপনার বায়োডাটা পাঠান departmentbandhanbank@gmail.com-এই ই-মেলে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদন করার সময়ে যেসমস্ত ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে সেগুলি হল:
১. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
২. মাধ্যমিকের মার্কশিট
৩. উচ্চ মাধ্যমিকের মার্কশিট
৪. এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কশিট
৫. আধার কার্ড
৬. ভোটার কার্ড
৭. প্যান কার্ড
৮. পাসপোর্ট সাইজের ফটোকপি এবং
৯. চাকরিপ্রার্থীর নিজস্ব বায়োডাটা।

WhatsApp Image 2023 06 06 at 11.10.14 PM

যোগাযোগ: ফোন করুন 7044571663 অথবা 7044871748 এই নম্বরে।
ই-মেল করুন departmentbandhanbank@gmail.com-এখানে।

আবেদনের লিঙ্ক: https://www.ncs.gov.in//Pages/ViewJobDetails.aspx?JSID=WuHti%2FtnBWs%3D

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর