বাংলাহান্ট ডেস্ক : গত শুক্রবার ভারতীয় রেলের ইতিহাসে ঘটে গিয়েছে এক বড়সড় দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের সাথে ঘটে যাওয়া সেই ভয়াবহতার কথা মনে করেই রীতিমতো আঁতকে উঠছেন সব বেশী সকলেই। এই পরিস্থিতিতে রেলযাত্রা নিয়ে অনেক যাত্রীর মধ্যেই দানা বেঁধেছে ভয়। এই সব কিছু নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে ঠিক তখনই রেল সংক্রান্ত একটি নতুন খবর আমাদের সামনে উঠে আসছে।
জানা গিয়েছে, প্রেমিকার সাথে তুমুল অশান্তি করে ৩০ বছর বয়সী এক যুবক ভাঙচুর করেছে রেলের সিগন্যাল বক্স। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) তিরুপাত্তুরে। ওই যুবক ব্যাপকভাবে রেলের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেছে বলেও অভিযোগ উঠেছে। রেল আধিকারিকরা মঙ্গলবার পরিদর্শন করছিলেন তিরুপত্তুরে রেলপথ।
সূত্রের খবর, সেই সময় তাদের ক্ষতিগ্রস্ত সিগন্যাল বক্সটি নজরে আসে। এরপর তারা দেখেন সেই জায়গায় গোকুল নামের ওই যুবক মদ্যপ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখে সন্দেহ হওয়ায় রেল আধিকারিকেরা গোকুলকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে অবশ্য ওই যুবক গোটা ঘটনাটি অস্বীকার করে। এরপর তদন্তকারীরা তাকে প্রশ্ন করলে গোকুল পরস্পর বিরোধী উত্তর দিতে থাকে।
প্রশ্ন উত্তরের সামঞ্জস্য না থাকায় তদন্তকারীদের সন্দেহ আরো দৃঢ় হয়। অবশেষে তদন্তকারীদের প্রশ্নের সামনে হার মেনে গোকুল স্বীকার করে যে এই ঘটনা সেই ঘটিয়েছে। গোকুল নামের এই যুবক জানিয়েছেন, কোনো একটি ঘটনা নিয়ে প্রেমিকার সাথে তার ব্যাপক অশান্তি হয়। এরপর সে মদ্যপ অবস্থায় ভাঙচুর করে ট্রেনের সিগন্যাল বক্স। যদিও উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনা সে ঘটায়নি।