বাংলাহান্ট ডেস্ক: উত্তরোত্তর বেড়েই চলেছে গরম (Summer)। শহর কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির দেখা নেই অনেকদিন। হলেও তা ছিটেফোঁটা। এমতাবস্থায় অনেকের বাড়িতেই চলছে এয়ার কন্ডিশনার (Air Conditioner)। প্রচণ্ড গরম থেকে বাঁচতে যন্ত্রের উপরেই নির্ভর করছে মানুষ। তেমনি মাসের শেষে গুনতে হচ্ছে মোটা টাকা। এবার বিলের (Electric Bill) অঙ্ক দেখে মাথায় হাত পড়ার জোগাড় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra)।
এই মাসে আসা ইলিকট্রিক বিলের অঙ্কটা সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি। এ মাসে শ্রীলেখার বিল এসেছে ৯৭৪০ টাকা! কমেন্টে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার জানিয়েছেন, তাদের আরো বেশি বিল এসেছে। কারোর ১০ হাজার, কারোর আবার ১১ হাজারও ছাড়িয়ে গিয়েছে। সব দোষটাই শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের।
শ্রীলেখারও একই সমস্যা। তিনি থাকেন ১১ তলায়। প্রচণ্ড গরমে ফ্ল্যাটের চারটে ঘরেই প্রায় সর্বক্ষণ এসি চালিয়ে রাখতে হয় তাঁকে। নিজের জন্য যতটা না তার থেকেও বেশি তাঁর চার পেয়ে সন্তানদের জন্য। তারা যে এসি ছাড়া মোটেই থাকতে পারে না। তাই সারাক্ষণই শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র চালিয়ে রাখতে হয় তাঁকে।
সংবাদ মাধ্যমকে শ্রীলেখা জানান, সারাক্ষণ এসি চালালেও প্রায় ১০ হাজার টাকা বিল আসা অস্বাভাবিক ব্যাপার। এর আগেও তিনি বড় অঙ্কের টাকা বিদ্যুৎ বিল দিয়েছেন বটে। কিন্তু অঙ্কটা ৫-৬ হাজার পর্যন্তই ছিল। এবারে এত বিল মেনে নিতে পারছেন না অভিনেত্রী।
এর মধ্যেও শ্রীলেখা মজা করে বলেন, তাঁর কোনো বড়লোক বয়ফ্রেন্ড তো নেই যে এসে তাঁর ইলেকট্রিক বিল দিয়ে যাবে। তাঁকেই দিতে হবে। অভিনেত্রী বলেন, তিনি ঠিক করেছেন বিদ্যুতের অফিসে অভিযোগ জানাবেন।
এমনটা অবশ্য নতুন নয়। এর আগেও এমন মাত্রা ছাড়া বিদ্যুতের বিল হাতে পেয়েছেন টলিউড এবং বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন। কেউ মজার ছলে, কেউ আবার রীতিমতো রাগ দেখিয়ে। তবে শেষমেষ শ্রীলেখা কী সিদ্ধান্ত নেবেন সেটাই দেখার বিষয়।