আবারও উড়িষ্যা! ফের রেল দুর্ঘটনায় মৃত একাধিক, আহত বেশ কয়েকজন

বাংলাহান্ট ডেস্ক : আচমকা শুরু হয়েছিল বৃষ্টি। বৃষ্টির হাত থেকে বাঁচতে কয়েকজন রেল শ্রমিক আশ্রয় নিয়েছিলেন সামনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির নিচে। এরপর মাল গাড়ির চাকা গড়াতেই কাটা পড়লেন চার জন্য রেল শ্রমিক। আরো চারজন রেল শ্রমিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। এবারও দুর্ঘটনস্থল উড়িষ্যা।

বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উড়িষ্যার (Odisha) জাজপুর রোড স্টেশনে। গত শুক্রবারের করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। এরপর এখনো পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ-পূর্ব রেল পথ। রেলের পক্ষ থেকে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তার মাঝেই ঘটে গেল এই দুর্ঘটনা।

এই দুর্ঘটনার ফলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস মাঝপথে আটকে থাকল দীর্ঘক্ষণ। গত শুক্রবার চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার সম্মুখীন হয় উড়িষ্যার বাহনাগা স্টেশনে। এরপর আজ পাঁচ দিনের মাথায় ফের কলকাতার শালিমার থেকে নির্দিষ্ট সময় চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস।

কিন্তু জাজপুরে এই দুর্ঘটনার ফলে করমণ্ডল এক্সপ্রেস আজ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে খড়গপুর স্টেশনে। বেশ কিছুক্ষণ পর খড়গপুর স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ে। আপ করমণ্ডল এক্সপ্রেস ৫০ মিনিট দেরিতে চলাচল করছে। গত শুক্রবার করমন্ডল এক্সপ্রেস যে বাহনাগা স্টেশনে দুর্ঘটনার সম্মুখীন হয় সেখান দিয়েই আজ যাওয়ার কথা আপ করমন্ডল এক্সপ্রেস এর।

deadbody

এর ফলে স্টেশন চত্বরে মোতায়েন করা হয় আরপিএফ। উৎসুক জনতাদের ভিড় ঠেকাতে বেশ সক্রিয় পুলিশ প্রশাসন। জাজপুরে এই দুর্ঘটনার ফলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও করমণ্ডল এক্সপ্রেস পৌঁছাতে পারেনি বাহনাগা স্টেশনে। অন্যদিকে আজ হাওড়া থেকে ধানবাদগামী কোল্ড ফিল্ড এক্সপ্রেসেও দেখা দেয় বিপত্তি। বামনগাছিতে ছিঁড়ে যায় এই ট্রেনের প্যানটোগ্রাফ। ফলে দীর্ঘক্ষন স্টেশনেই দাঁড়িয়ে থাকে এই ট্রেনটি।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর