বাংলাহান্ট ডেস্ক : সংরক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গকে (West Bengal) বড়সড় প্রশ্নের মুখে ফেলল জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। বাংলাদেশ (Bangladesh) থেকে যে সমস্ত মুসলিম অধিবাসীরা এ রাজ্যে এসেছেন তারাই পাচ্ছেন রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ওবিসি (OBC) প্রাপ্ত সুবিধাগুলি। আর এতেই বড়সড় সমস্যায় পড়তে হচ্ছে এ রাজ্যের বাসিন্দাদের। যদিও এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত করে দেখা হচ্ছে এমনটাই জানিয়েছেন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ এনসিবিসি- র চেয়ারপার্সন।
বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করে এনসিবিসি- র চেয়ারপার্সন হংসরাজ গঙ্গারাম আহির বলেন, ‘আমাদের রাজ্যে মোট ১৭৯টি ওবিসি গোষ্ঠী রয়েছে আর তাদের মধ্যে ১৮৮ টি মুসলিম সম্প্রদায়ের। এ বিষয় নিয়ে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে’।
তাঁর কথায়, ‘এই প্রবণতা আগামী দিনে বড়সড় চিন্তার কারণ হয়ে উঠতে পারে’। তবে তিনি সাফ জানিয়ে দেন, কমিশন কোনোভাবেই মুসলমানদের সংরক্ষণের বিরোধী নয়। তাঁর সংযোজন, ‘আমরা কোনভাবেই মুসলমানদের সংরক্ষণের বিরোধিতা করছি না। তবে অবশ্যই মনে রাখতে হবে, ওবিসির মধ্যে মুসলমান সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেড়ে যাওয়া একটা বড় চিন্তার বিষয়। ধর্মের ভিত্তিতে কখনোই সংরক্ষণ হওয়া ঠিক নয়। সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে’।
তিনি আরও বলেন, ‘ওবিসি সম্প্রদায়গুলিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। A বিভাগে রয়েছে ৯০ শতাংশ মুসলিম জাতি। B ক্যাটাগরির মধ্যে ৯০ শতাংশ হিন্দু। এই বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। বিভিন্ন রাজ্য ও বিশেষ বিভাগের অধীনে বিভিন্ন সম্প্রদায়ের সংরক্ষণের জন্য আবেদন জানিয়েছে’।
তাঁর সংযোজন, ‘অনেকেরই অভিযোগ, ওবিসি সংরক্ষণগুলির সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না রাজস্থান, পাঞ্জাব এবং বিহারে। পাঞ্জাবে যেখানে ২৫ শতাংশ সংরক্ষণ করা হয়েছে OBCদের জন্য সেখানে সুবিধা পাচ্ছে মাত্র ১২ শতাংশ সম্প্রদায়। এ বিষয়ে আমরা সকল রাজ্যকে জানিয়েছি। আশা করছি খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে’।