বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গণপরিবহণগুলির মধ্যে অন্যতম মাধ্যম হল ট্রেন (Train)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলপথকে (Indian Railways) ভরসা করেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। আর এই কারণেই ভারতীয় রেলকে দেশের “লাইফলাইনও” বলা হয় থাকে। মূলত, কাছের কোনো গন্তব্য হোক কিংবা দূরের কোনো সফর প্রতিটি ক্ষেত্রেই রেলপথের জুড়ি মেলা ভার। সেজন্যই ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা।
তবে, ট্রেনে আমরা প্রায়শই যাতায়াত করলেও সেখানে এমন কিছু জিনিস থাকে যেগুলি আমাদের চোখে পড়লেও সেগুলির সঠিক কারণ আমাদের জানা থাকে না। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব।
মূলত, আমরা অনেকেই দেখেছি যে, ট্রেনের বগির দরজার কাছে থাকা জানালাগুলি বাকি জানালার থেকে কিছুটা আলাদা হয়। কারণ, সেগুলিতে বাকি জানালাগুলির তুলনায় বেশি রড লাগানো থাকে। কিন্তু, অনেকেই এটির কারণ জানেন না। চলুন জেনে নিই এর পেছনে থাকা কারণটি।
আসলে ওই জানালাগুলিতে বেশি রড থাকার পেছনে একটি অবাক করা কারণ রয়েছে। যেহেতু, ট্রেনের কামরায় ওঠার ঠিক কাছেই ওই জানালাগুলি থাকে সেহেতু ওই জানালাগুলি থেকে চুরির সম্ভাবনাও বেশি থাকে। বিশেষ করে যখন যাত্রীরা ঘুমোন তখন স্টেশনের বাইরে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় চোরেরা ওই জানালাকে কাজে লাগিয়ে জিনিসপত্র চুরি করে ফেলতে পারে খুব সহজেই।
কারণ ওই জানালায় দরজার সিঁড়িতে পা রেখে সহজেই পৌঁছনো যায়। তবে, বাকি জানালাগুলি দূরে থাকায় সেগুলি দিয়ে চুরি করা সহজ নয়। কারণ ট্রেন যখন স্টেশনের বাইরে কোথাও দিকে দাঁড়িয়ে থাকে, তখন বাকি জানালার উচ্চতা অনেক বেশি থাকায় ওই জানালাগুলি দিয়ে জিনিসপত্র চুরি করা যায় না।
তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং চুরির ঘটনা কমিয়ে আনতে ট্রেনের বগিতে থাকা অন্যান্য জানালার তুলনায় ওই জানালাগুলিকে নিরাপদ করার লক্ষ্যে বেশি পরিমাণে রড দেওয়া থাকে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, যখন থেকে এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তখন থেকেই ট্রেনে চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।