বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছরের মে মাসের গাড়ি বিক্রির পরিসংখ্যান সামনে এসেছে। সেই পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত মাসটি টাটা মোটরসের (Tata Motors) জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, কোম্পানিটির মান্থ অন মান্থ গ্রোথে ৬ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে, রপ্তানির ক্ষেত্রে, কোম্পানিটি ১০৮ শতাংশ গ্রোথ হাসিল করেছে।
এই গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি ২০২৩ সালের মে মাসে ৫৪,৮৭৮ টি যাত্রীবাহী গাড়ি বা প্যাসেঞ্জার ভেহিক্যাল বিক্রি করেছে। এদিকে, গত বছরের এই সময়ের পরিপ্রেক্ষিতে এই পরিসংখ্যান ছিল ৪৩,৩৪১ ইউনিট। এছাড়াও, ২০২২ সালের মে মাসের রপ্তানি সংখ্যা ছিল ৫১ ইউনিট। যা চলতি বছরে বেড়ে ১০৬ ইউনিটে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য যে, গত বছরে টাটার মোট বিক্রির পরিসংখ্যান ওই মাসে ৭৬,২১০ ইউনিটের তুলনায় ৭৪,৯১৩ ইউনিটে দাঁড়িয়েছে। যা ২ শতাংশ হ্রাস পেয়েছে।
ভালো বিক্রি হয়েছে পাঞ্চ: এদিকে, আমরা যদি SUV সেগমেন্টের কথা বলি সেক্ষেত্রে টাটা মোটরস ৪ টি মডেল বিক্রি করে। সেগুলি হল পাঞ্চ, নেক্সন, হ্যারিয়ার এবং সাফারি। গত মাসে, কোম্পানিটির মোট ২৯,৬২৬ টি SUV রিটেল সেল হয়েছে। যার মধ্যে নেক্সনের ১৪,৪২৩ টি ইউনিট, পাঞ্চ মিনি SUV-র ১১,১২৪ টি ইউনিট, হ্যারিয়ারের ২,৩০৩ টি ইউনিট এবং সাফারির ১,৭৭৬ টি ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।
পরিকল্পনা রয়েছে পাঞ্চ ইলেকট্রিকের: এই বছর, সংশ্লিষ্ট সংস্থাটি নেক্সন, হ্যারিয়ার এবং সাফারি SUV-র আপডেটেড সংস্করণ আনতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি, লঞ্চের পরিকল্পনায় রয়েছে পাঞ্চ মাইক্রো SUV-র ইলেকট্রিক ভার্সনও। এদিকে, জল্পনা শুরু হয়েছে যে, ২০২৩ টাটা নেক্সন ফেসলিফ্ট আগস্ট মাসে কসমেটিক পরিবর্তন এবং ফিচার আপগ্রেডের সাথে উপলব্ধ হবে।
পাওয়ার এবং পারফরম্যান্স: ২০২৩-এর টাটা হ্যারিয়ার এবং সাফারি SUV-গুলি দীপাবলির কাছাকাছি আসতে পারে। উভয় SUV-তেই ADAS প্রযুক্তি, ওয়্যারলেস স্মার্টফোন কানেকটিভিটি এবং একটি নতুন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ একটি নতুন টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে।
পাশাপাশি, 170bhp, 2.0L টার্বো ডিজেল ইঞ্জিনও বজায় থাকবে। তবে, আপডেটেড হ্যারিয়ার এবং সাফারিতে একটি নতুন 170bhp, 1.5L টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে বলেও জানা গিয়েছে।