বাংলাহান্ট ডেস্ক : ফের একবার খবরের শিরোনামে সারদা চিটফান্ড (Sarada Scam)। সারদা চিট ফান্ডকে নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল সেবি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি জানিয়েছে, আগামী ১৭ই জুলাই নিলাম করা হবে সারদা গোষ্ঠীর ৬১ টা জমির প্লট। নিলাম থেকে যে টাকা আদায় হবে সেটি ফিরিয়ে দেওয়া হবে আমানতকারীদের।
সেবির (Security and Exchange Board of India) পক্ষ থেকে একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে এই নিলামের জন্য। নিয়োগকারী সংস্থা সূত্রে খবর, পশ্চিমবঙ্গে এই ফাঁকা প্লটগুলির অধিকাংশ অবস্থিত। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সেগুলি বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। এই প্লটগুলির বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।
নিলাম প্রক্রিয়া চালানো হবে এই মূল্যটিকে বেস প্রাইস ধরে। ২০১৩ সালে সামনে আসে সারদা চিটফান্ড কেলেঙ্কারি। এই চিটফান্ডে টাকা গচ্ছিত রেখেছিলেন প্রায় ১৭ লক্ষ মানুষ। বিনিয়োগকারীদের মধ্যে অধিকাংশ পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বাসিন্দা। চিটফান্ডটি বন্ধ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কতজন আমানতকারী তাদের টাকা ফেরত পেয়েছেন সেই হিসেবে সামনে আনা হয়নি।
অপরদিকে সারদা কর্তা সুদীপ্ত সেন ও তার সহযোগী দেবযানী মুখোপাধ্যায় ছাড়া অন্যান্য অভিযুক্তরা ইতিমধ্যেই জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। প্রাথমিক হিসাব থেকে জানা গিয়েছিল সুদীপ্ত সেনের সারদা গোষ্ঠী প্রায় আড়াই হাজার কোটি টাকা মতো তুলেছিল। এই টাকার মধ্যে অধিকাংশটাই সুদীপ্ত সেন বিনিয়োগ করেছিলেন জমি ও বাড়িতে।
সেবির পক্ষ থেকে গত বছর সেপ্টেম্বর মাসে সারদা গোষ্ঠীর সম্পত্তি নিলামের প্রথম উদ্যোগ নেওয়া হয়। সেই নিলাম থেকে মাত্র ১ কোটি ২৩ লক্ষ টাকা উঠেছিল। এরপর আগামী ১৭ই জুলাই সেবি দ্বিতীয়বারের জন্য নিলাম করতে চলেছে। এই পর্যায়ে যে ৬১টি প্লট বিক্রয় করা হবে সেগুলোর অধিকাংশ অবস্থিত দক্ষিণ ২৪ পরগনার দুই বিষ্ণুপুর, বারুইপুর ও সোনারপুর এলাকায়।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট গত বছর আগস্ট মাসে সারদার ৬১ টি প্লট নিলামে মান্যতা দেয়। সেবিকে সারদার জমি বিক্রি করে আমানতকারীদের টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়াও তৎকালীন হাইকোর্টের বিচারপতি শ্যামল সেন কমিটির সুপারিশ মেনে রাজ্য সরকারের ৫০০ কোটির তহবিল থেকে কিছু আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হয়।