নিম্নমুখী সূর্যমুখী, সয়াবিন তেলের দাম! বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র

বাংলাহান্ট ডেস্ক : তেল বিনা রান্না? এ যেন ভাবাই যায় না। ভারতের যে প্রান্তেই থাকুক না কেন, রান্নার জন্য তেল লাগে না এমন বাড়ি খুঁজে পাওয়া বিরল। আর সেই রান্নার তেলের (Edible Oil) মূল্যবৃদ্ধি হলেই মাথায় হাত পড়ে যায় সকলেরই। এবার আমজনতার মুখে হাসি ফোটাতেই বড়সড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। রান্নার তেলে আমদানি শুল্ক কমানোর ব্যবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে, পরিশোধিত সয়া তেল ও রিফাইন সানফ্লাওয়ার অয়েলে আমদানি শুল্ক ১৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই এই নতুন দাম চালু করা হবে। বুধবার সরকার আমদানি শুল্ক কমানোর ঘোষণা করে। সরকারের তরফে স্পষ্টভাবেই জানানো হয়েছে যে, এই সিদ্ধান্ত ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সিইও-র মতে, অপরিশোধিত ও পরিশোধিত সয়াবিন, সূর্যমুখী তেলের মধ্যে কম শুল্কের পার্থক্য থাকা সত্ত্বেও এই তেল বাণিজ্যিকভাবে তেমন সফল হচ্ছিল না। এর জন্য বাজারের কিছু অস্থায়ী প্রভাব পড়েছে।

Edible Oil 1 1

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের খুচরো বাজারে আমদানি শুল্কের ওপর অনেকটাই নির্ভরশীল ভোজ্য তেলের দাম। গত ২০২১ সালের অক্টোবর মাসে পরিশোধিত সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের আমদানি শুল্ক বদল করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে আমদানি শুল্ক ৫ শতাংশ কমে যাওয়ায় মধ্যবিত্তের পকেটে যে অনেকটাই চাপ কমবে তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর