বাংলাহান্ট ডেস্ক : ৪৫ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হয়েছে স্কুলের পঠনপাঠন। তীব্র গরমে বাধ্য হয়ে শিক্ষা দপ্তর গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। গত ২রা মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন যে রাজ্যের স্কুলগুলিতে বাড়ানো হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি।
কিছুদিন আগেও স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হলেও তীব্র তাপ প্রবাহের জন্য তা বাতিল করে দেওয়া হয়। একটানা ৪৫ দিন স্কুলগুলিতে (School) গরমের ছুটি থাকার জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে পড়াশোনা। শিক্ষক-শিক্ষিকাদের প্রধান মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সিলেবাস। সামান্য কিছুদিনের মধ্যে কীভাবে বড় সিলেবাস শেষ হবে তা নিয়ে চিন্তিত শিক্ষামহল থেকে অভিভাবক সবাই।
জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তর নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারে। দীর্ঘ গরমের ছুটির জন্য পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা সামাল দিতে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) একটি নির্দেশ জারি করেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই নয়া নির্দেশ পাঠানো হয়েছে।
সেই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে শিক্ষক-শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস করিয়ে পড়ুয়াদের সিলেবাস শেষ করতে হবে। এই মর্মে প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে কীভাবে সিলেবাস শেষ করতে হবে। এছাড়াও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা।
চিঠি পাওয়ার পর রাজ্যের বিভিন্ন স্কুল পরিকল্পনা করছে শনিবার হাফ ছুটির বদলে সম্পূর্ণভাবে ক্লাস করানোর। অর্থাৎ শনিবার হাফ ছুটির বদলে অন্যান্য সাপ্তাহিক দিনের মতোই ক্লাস হবে। একাধিক স্কুল মনে করছে এই পদ্ধতি অবলম্বন করলেই পড়ুয়াদের সিলেবাস সময়ের আগে শেষ করা যাবে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।