বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এমনিতেই এতদিন যাবৎ ভারতীয় রেলের (Indian Railways) অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একচেটিয়া অধিকার ছিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (Indian Railway Catering and Tourism Corporation, IRCTC) কাছে। তবে, এবার IRCTC-র কড়া প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভারতীয় ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজেস অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির পথে পা বাড়াচ্ছে। উল্লেখ্য যে, আদানি এন্টারপ্রাইজেসের তরফে স্টক মার্কেটকে জানানো হয়েছে যে, তারা ইতিমধ্যেই স্টার্ক এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড থেকে টিকিট বুকিং প্ল্যাটফর্ম ট্রেনম্যানের ১০০ শতাংশ শেয়ার কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে ফেলেছে।
এদিকে, ট্রেনম্যান হল ট্রেনের একটি অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম। এমতাবস্থায়, সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, আদানি এন্টারপ্রাইজ, আদানি ডিজিটাল ল্যাবস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে সংস্থাটিকে অধিগ্রহণ করবে।
উল্লেখ্য যে, আদানি গ্রুপ হল আমাদের দেশের নামী একটি সংস্থা। যার ফলে এবার ট্রেনম্যান অধিগ্রহণের পর যদি সংস্থাটি জোরকদমে ট্রেন টিকিট বুকিংয়ের ব্যবসায় নামে, সেক্ষেত্রে বিষয়টি IRCTC-র জন্য আদৌ ভালো বিষয় হবে না। বলা ভালো, এই পদক্ষেপের ফলে ব্যবসায় যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে IRCTC। তবে, ট্রেনের টিকিট বুকিংয়ের প্রসঙ্গে আদানি গ্রুপের তরফ ট্রেনম্যানের উপর ঠিক কতটা জোর দেওয়া হবে তা অবশ্য এখনও জানা যায়নি।
IRCTC-র শেয়ার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ IRCTC-র শেয়ার গত শুক্রবার বন্ধ হয়েছে ৬৬৬ টাকায়। পাশাপাশি, শুক্রবারে স্টকটিতে ৩.৫৮ শতাংশের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। আবার শেষ ১ বছরে এই স্টকটি ১৫.৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আদানি গ্রূপের শেয়ার: চলতি বছরের শুরুতেই মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের চাঞ্চল্যকর রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভীষণভাবে প্রভাবিত হয় আদানি গ্রুপ। শুধু তাই নয়, সংশ্লিষ্ট গ্রূপের প্ৰতিটি স্টকই ক্ষতিগ্রস্থ হয়েছিল। যদিও, সেই বড় ধাক্কা মাত্র ৩ মাসের মধ্যেই সামলে নিয়েছে আদানি গ্রুপ। এমতাবস্থায়, গত শুক্রবার আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২,৫০৬.৬৫ টাকায় বন্ধ হয়েছে। এদিকে, গত এক মাসে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর ৩২.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদিও, শেষ ৬ মাসের পরিপ্রেক্ষিতে এই স্টকটি ৩৮ শতাংশ ক্ষতি বহন করছে বলেও জানা গিয়েছে।