‘সার্বিকভাবে নিয়োগ দুর্নীতির…’, এবার অভিষেককে পাল্টা চিঠি দিয়ে ঝটকা দিল ED

বাংলা হান্ট ডেস্কঃ সিবিআই এর পর ইডি। বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) গত ১৩ জুন, মঙ্গলবার তলব করেছিল ইডি (ED)। সকাল ১১টার সময় নেতাকে সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর জন্যই নোটিস পাঠিয়েছিল গোয়েন্দা সংস্থা। তবে ইডির ডাকে সাড়া দেননি সাংসদ।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে সেই সময় রাজ্য জুড়ে চলছিল অভিষেকের নবজোয়ার সভা। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিষেক জানিয়েছিলেন সমন পেলেও জনসংযোগ কর্মসূচী ছেড়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। পরে এর পরিপ্রেক্ষিতে হাজিরা না দিলেও ইডিকে একটি চিঠি পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই চিঠিতে আদালতের রায়ের কপি জুড়ে নেতা ইডিতে লিখেছিলেন, ”দলীয় কর্মসূচীতে ব্যস্ত আছি। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। আমি তদন্তে সমস্ত সাহায্য করেছি ও আগামী দিনেও করব। এই মুহূর্তে দলীয় কর্মসূচী ছেড়ে যাওয়া সম্ভব নয়। ”

পঞ্চায়েত ভোটের পর কখনও ডাকলে তিনি যাবেন বলেও জানান ইডিকে। নেতার সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এবার তাকে পাল্টা চিঠি দিল গোয়েন্দা সংস্থা। চিঠিতে ইডি জানিয়েছে, শুধুমাত্র নিয়োগ দুর্নীতির অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি বিতর্ক বা আদালতের নির্দেশে নয়, সার্বিকভাবে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থা।

উল্লেখ্য, শেষ বার হাজিরা এড়িয়েছেন অভিষেক। তাই ফের নেতাকে তলব করা হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে কবে অভিষেককে ডাকা হবে, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠি ও তার কিছুদিন আগেই শহিদ মিনারের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার প্রেক্ষিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় আদালত।

abhishek ed

এরপর তাকে নিয়োগ দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই রেশ কাটতে না কাটতেই ফের নেতাকে ডেকে পাঠায় ইডি। তবে গত ১৩ তারিখে ইডি দফতরে চিঠি দিয়ে হাজির না হওয়ার কারণ জানিয়েছিলেন অভিষেক। সেই চিঠির প্রেক্ষিতেই এবার পাল্টা চিঠি দিল ইডি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর