গোপালের আশীর্বাদে জোড়া সুখবর, দেবের পর এবার রাজ চক্রবর্তীর ছবিরও নায়িকা হচ্ছেন সৌমিতৃষা!

বাংলাহান্ট ডেস্ক: একটি সিরিয়াল শুরু হওয়া মানে সেটা শেষ হবেই। সময় এবং গল্প ফুরোতে শেষ হয়ে গিয়েছে ‘মিঠাই’ও (Mithai)। অনুরাগীরা অনেকেই জোর করে মন সরিয়ে নিয়েছেন প্রিয় ‘সিধাই’ জুটির থেকে। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) অবশ্য নিজের নতুন রাস্তায় পা বাড়িয়ে ফেলেছেন ইতিমধ্যেই। ছোটপর্দাকে ভুলে এবার বড়পর্দার হিরোইন হিসেবে নিজেকে তৈরি করছেন তিনি।

মিঠাইয়ের খোলস ছেড়ে বেরিয়ে দেবের নায়িকা হওয়ার জন্য পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন সৌমিতৃষা। আগামী অগাস্ট মাস থেকে শুরু হবে তাঁর প্রথম ছবি ‘প্রধান’ এর শুটিং। তার আগেই অনুরাগীদের আরেক বড় চমক দিলেন অভিনেত্রী। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করলেন সৌমিতৃষা।

soumitrisha

টলিপাড়ার প্রথম সারিতে থাকা অন্যতম বিশিষ্ট পরিচালক রাজ। পাশাপাশি এখন রাজ্যের শাসক দলের বিধায়কও হয়েছেন তিনি। মিঠাইয়ের নায়ক সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ের বড়পর্দায় ডেবিউ রাজের হাত ধরে। বহুবার তাঁকে বলতে শোনা গিয়েছে, রাজই তাঁর মেন্টর। এবার সৌমিতৃষাকে দেখা গেল পরিচালকের পাশে। তবে কি একসঙ্গে দু দুটো ছবির সুখবর দেবেন সৌমিতৃষা?

পরিচালক অভিজিৎ সেনের ছবিতে নায়িকা হচ্ছেন তিনি। রাজের তরফেও কি এসেছে এমন প্রস্তাব? দুজনের ছবি দেখে এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। কিন্তু সৌমিতৃষা মুখে কুলুপ এঁটে রেখে দিয়েছেন এখনো।

soumitrisha

প্রসঙ্গত, গত ৯ জুন মিঠাই সিরিয়ালের শেষ সম্প্রচার হয়। অগাস্ট মাস থেকে প্রধান এর শুটিং শুরু হবে। এখন থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছেন সৌমিতৃষা। পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন তিনি।

জানা যাচ্ছে, সম্পূর্ণ পারিবারিক ছবি হতে চলেছে প্রধান। মজার মোড়কে থাকবে সামাজিক বার্তাও। ছবিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ও। মিঠাইয়ের মতো প্রধান এর সেট থেকেও ছবি, ভিডিও শেয়ার করবেন সৌমিতৃষা, সেই অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর