ত্বক, চুল, দাঁত! এই ৩ জিনিসের মহাঔষধ হল সরিষার তেল, গুণ জানলে অবাক হবেন

বাংলাহান্ট ডেস্ক : ‘হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা চুল’। ছোটবেলায় এই কবিতার লাইনটি আমরা কমবেশি সকলেই পড়েছি। একটা সময় নারীদের মাথায় দেখা যেত লম্বা ঘন কালো চুল। অথচ বর্তমান সময়ে নারী হোক কিংবা পুরুষ সকলেই ভুগছেন চুলের সমস্যায় (Hair fall problem)।

কাজের চাপ, রাতে পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ, শরীরের নানান সমস্যা এবং দূষণের জেরে মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে। অল্প বয়সে মাথায় দেখা দিচ্ছে চকচকে টাক। এই সমস্যা এখন প্রতিটি ঘরে ঘরে। চুল পড়া বন্ধ করতে নামিদামি প্রোডাক্ট বেছে নিচ্ছেন মহিলারা কিন্তু তাতেও হচ্ছেনা সুরাহা। বরং বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করার ফলে আরও বেশি চুল উঠে যাচ্ছে।

mustard oil

তবে আর চিন্তা নেই। এবার বন্ধ হবে চুল ওঠা। আজকের এই প্রতিবেদনে জানাবো কিভাবে সহজ উপায় পেতে পারেন লম্বা ঘন চুল। কিভাবেই বা রাখবেন ত্বকের যত্ন সে কথাও জানাবো আজকের প্রতিবেদনে।

প্রত্যেকের রান্নাঘরেই থাকে সরষের তেল (Mustard Oil)। খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দিতে সাহায্য করে এই তেল। তবে জানেন কি এই তেল কেবলমাত্র যে রান্নার কাজে লাগে এমনটা কিন্তু নয়। ত্বক এবং চুলের যত্নেও বিশেষ উপকারী সরষের তেল।

ত্বকের সমস্যায় সরষের তেলের ব্যবহার

সরষের তেল ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। অনেকেই ভোগেন শুষ্ক ত্বকের সমস্যায়। যদি আপনারও এই সমস্যা থেকে থাকে তাহলে আজই ক্রিম বা ফেসপ্যাক এর সঙ্গে সরষের তেল মিশিয়ে সেটি ব্যবহার করুন। দ্রুত মুক্তি পাবেন এই সমস্যার হাত থেকে।

সেনসিটিভ স্কিন হওয়ার জন্য অনেকেই ভোগেন ব্রণর সমস্যায়। তারাও ব্যবহার করতে পারেন সরষের তেল। এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং প্রদাহরোধী বৈশিষ্ট্য।

চুলের সমস্যা দূর করতে সরষের তেলের ব্যবহার

চুলের যত্নে ভীষণ উপকারী এই তেল। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, এবং আয়রন। এই তেল ব্যবহার করলে যেমন চুল পড়া কমবে তেমনই পাবেন ঘন কালো চুল। পাশাপাশি খুশকির সমস্যা চিরতরে মিটিয়ে দিতেও বিশেষ উপকারী এই তেল।

দাঁত পরিষ্কার রাখতে সরষের তেলের ব্যবহার

দাঁত সাদা ঝকঝকে রাখতেও বিশেষ উপকারী রান্নাঘরে থাকা এই তেল। এই তেলের সঙ্গে নুন মিশিয়ে প্রতিদিন দাঁত মাজলেই মুক্তোর মতন পাবেন ঝকঝকে দাঁত।

additiya

সম্পর্কিত খবর