বাংলাহান্ট ডেস্ক: ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) নাকি হারিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম তিনি। বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুড়ি গ্রামের সাধারণ এক বাদাম বিক্রেতা সোশ্যাল মিডিয়ার দৌলতে অসাধারণ হয়ে ওঠেন। ‘বাদাম বাদাম কাঁচা বাদাম’ গানটি দ্রুত ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। সেই সঙ্গে পাল্লা দিয়ে খ্যাতি বাড়ে বাদাম কাকুরও।
কিন্তু এখন আর সে রামও নেই, আর রাজ্যও নেই। কাঁচা বাদাম এর স্বত্ব হারিয়েছেন ভুবন। বিনা রোজগারে অর্ধ নির্মিত বাড়ি আগলে বসে রয়েছেন তিনি। কিছুদিন আগেই ভুবন জানিয়েছেন, নতুন করে বাদাম বিক্রি করার কথা ভাবছেন তিনি। এর মধ্যেই নেটপাড়ায় ফের ভাইরাল কাঁচা বাদাম।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক পাকিস্তানি খুদেকে কাঁচা বাদামের তালে নাচতে দেখা গিয়েছে। ঝলমলে পোশাক পরে, লম্বা লম্বা ঝাঁকড়া চুল দুলিয়ে দিব্যি কোমর দোলাতে দেখা গিয়েছে তাকে। পুঁচকের মিষ্টি মুখ আর নাচ দেখেই গলে জল নেটিজেনরা।
প্রসঙ্গত, মাঝে কিছুদিন ভাড়া বাড়িতে কাটিয়েছিলেন ভুবন। এখন আবার নিজের গ্রামের পাকা বাড়িতেই ফিরে গিয়েছেন তিনি। তবে সে বাড়ি অসম্পূর্ণ। টাকার অভাবে সম্পূর্ণ করতে পারেননি বাড়িটা। আপাতত হাতে কোনো কাজ নেই ভুবনের। ছেলের সামান্য রোজগারেই চলছে সংসার। কিন্তু তাও বা কতদিন!
তাই বাধ্য হয়ে আবার বাদাম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ভুবন। তিনি জানান, কাঁচা বাদাম গান আর গাইতে পারছেন না। কলকাতা থেকে একজনের ডাকার কথা ছিল। কিন্তু সে ডাক আর আসেনি। ভুবন জানান, এবার ভাজা বাদামের ব্যবসা করবেন তিনি। গ্রামে গ্রামে ঘুরে নয়। বাড়িতেই বাদাম ভেজে বিক্রি করবেন। যদিও ব্যবসার ইচ্ছা তাঁর আর নেই। ভুবনের কথায়, ঈশ্বর চাইলে আবার সবকিছু আগের মতো হবে।