বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলিকে (Virat Kohli) ক্রিকেট বিশ্ব একজন কিংবদন্তি ব্যাটার হিসেবেই চেনে। একাধিক ব্যাটিং রেকর্ড রয়েছে বিরাট কোহলির নামে। এর আগে অন্য কোন ক্রিকেটার তিন ফরম্যাটে এমন ধারাবাহিকতা দেখাতে পারেনি যা বিরাট কোহলি করে দেখিয়েছেন। সব ফরম্যাট মিলিয়ে তিনিই যে বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার তা নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই।
কিন্তু অনেকেই জানেন না যখন বিরাট কোহলি জুনিয়র পর্যায়ে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে আরম্ভ করছিলেন তখন তিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করতেও পছন্দ করতেন। তিনি নিজেকে রাইট আর্ম কুইক বোলার হিসেবে পরিচয় দিতেন। এমনকি ভারতীয় সিনিয়র দলের হয়েও তিনি সীমিত ওভারের ক্রিকেটের দুটো ফরম্যাট মিলিয়ে মোট আটটি উইকেট নিয়েছেন।
এমন একটি বোলিং রেকর্ডের কথা উল্লেখ করতে চলেছি যা কোন তারকা বলারও নিজেদেরকে কেরিয়ারে অর্জন করে উঠতে পারেননি এবং ভবিষ্যতেও কেউ করতে পারবেন কিনা সেই নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। নিজের কেরিয়ারের একদম প্রাথমিক পর্যায়ে এই রেকর্ডটি করেছিলেন।
২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল। সেখানে একটি ম্যাচে সেট হয়ে যাওয়া কেভিন পিটারসেনকে ফেরানোর জন্য অদ্ভুত কৌশল নিয়েছিলেন ধোনি। এর আগে কোনদিনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বোলিং না করা বিরাট কোহলিকে তিনি বোলিং করতে এনেছিলেন ইংলিশ তারকার বিরুদ্ধে।
বিরাট কোহলি মিডিয়াম পেসে নিজের প্রথম ডেলিভারিটি করেন যেটি লেগ স্টাম্পে পিচ হয়ে ওয়াইড হয়। কিন্তু ঝুঁকে ফ্রন্টফুটে সেই ডেলিভারিটি খেলতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন পিটারসেন। তার পায়ের পেছন দিয়েই ধোনি বলটি ধরে বিদ্যুৎ গতিতে নিজের চিরপরিচিত ঢঙয়ে স্টাম্পড করে দেন ইংল্যান্ড তারকাকে।
এর ফলে বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটে এমন একমাত্র ক্রিকেটের পরিণত হন যিনি নিজের কেরিয়ারে কোন বল করার আগেই উইকেট তুলে নিয়েছেন। ভবিষ্যতে এই রেকর্ড কেউ গড়তে পারবেন, এমন সম্ভাবনা খুব কম।