ব্রাহ্মণ হয়ে কাঁচা মাংস চিবোচ্ছে রাবণ! রামায়ণকে অবমাননার অভিযোগে মামলা ‘আদিপুরুষ’এর বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: ‘আদিপুরুষ’এ (Adipurush) বিতর্ক যেন শেষ হওয়ার কোনও নামই নেই। ছবিটি মুক্তির পর থেকেই সংলাপ, ভিএফএক্স সহ একাধিক দৃশ্য নিয়ে উঠেছে আপত্তি। মডার্ন রামায়ণ বানানো নিয়ে এতদিন ব্যস্ত হয়ে পড়েছিলেন নির্মাতারা যে শ্রী রাম, রাবণ, মা সীতার মতো পৌরাণিক চরিত্রগুলিকে যে অপমান করা হচ্ছে সেই বোধটাই হারিয়ে বসেছিলেন তারা, অভিযোগ দর্শকদের একটা বড় অংশের।

ছবি মুক্তির পর বিতর্কে জড়িয়ে টনক নড়ে নির্মাতাদের। তড়িঘড়ি খুব কম সময়ের মধ্যেই বদল করা হয় ছবির বেশ কিছু বিতর্কিত সংলাপ। কিন্তু তবুও সমস্যার সমাধান যেন হচ্ছেই না। এবার নতুন করে মামলা দায়ের হল নির্মাতাদের বিরুদ্ধে। এলাহাবাদ হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আদিপুরুষ নির্মাতাদের বিরুদ্ধে।

adipurush

ঠিক কী বিষয়ে উঠেছে অভিযোগ? অভিযোগপত্রে বলা হয়েছে, আদিপুরুষ এর সংলাপ অত্যন্ত জঘন্য। রামায়ণকে ঘিরে যে গর্ববোধ রয়েছে আপামর জনতার তা নষ্ট করে দিয়েছে নির্মাতারা। রাবণ এবং হনুমানের চরিত্রদুটির সঙ্গে ভারতীয় সংষ্কৃতির কোনো মিলই নেই। মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ উঠেছে।

এখানেই শেষ নয়। সংলাপ লেখক মনোজ মুনতাসিরের বিরুদ্ধে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। সৃজনশীল স্বাধীনতার নামে কার্যত ‘সস্তা’, ‘জঘন্য’ সংলাপ লিখেছেন তিনি। পাশাপাশি অভিযোগপত্রে আরো বলা হয়েছে, সইফ আলি খান অভিনীত রাবণের যে দাড়িওয়ালা লুক দেখানো হয়েছে তাতে অনেকেরই ধর্মীয় ভাবাবেগ আহত হচ্ছে। কারণ ছবিতে ব্রাহ্মণ রাবণকে বীভৎস মুখ করে কাঁচা মাংস খাওয়া দেখানো হয়েছে। এটা হিন্দু ধর্মকে অসম্মান হিসেবেই গণ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠছে।

প্রসঙ্গত, আদিপুরুষ ছবি মুক্তির সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যাচ্ছিল। কিন্তু দিন এগোনোর সঙ্গে সঙ্গে দর্শকদের ক্ষোভ বাড়ছে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হিন্দু ধর্মকে অবমাননার অভিযোগে আদিপুরুষ ছবিটি বয়কটের দাবি উঠছে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যেই ছবির কিছু চরিত্রের বিতর্কিত সংলাপ বদলানো হয়েছে নির্মাতাদের তরফে। কিন্তু ক্ষোভ শান্ত হওয়ার নাম নেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর