‘কয়লা ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে তৃণমূলের মদতে!’, চাঞ্চল্যকর অভিযোগ সৌমিত্র খাঁ’র

বাংলা হান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ (Teacher Recruitment Scam), গরু পাচার (Cow Smuggling Case), কয়লা পাচার (Coal Smuggling Case), প্রধানমন্ত্রী আবাস যোজনার মত একাধিক দুর্নীতির অভিযোগে জেরবার বাংলার শাসক দল। তাবড়-তাবড় সব নেতা-মন্ত্রীরা দিন কাটাচ্ছেন সংশোধনাগারে। রাজ্য জুড়ে মাঝেমধ্যেই এখানে ওখানে হানা দিয়ে চলেছে ইডি (Enforcement Dorectorate) সিবিআই-র (Central Bureau of Investigation) মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জনগণ দিন গুনছে এবার কার পালা। এরই মধ্যে এক বিস্ফোরক টুইট করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করেন সৌমিত্র। সেই টুইটে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত হয়েছে। একই ভাবে দুর্নীতি হচ্ছে কয়লা বাণিজ্যেও। এই দুর্নীতি কারুর নজরে পড়ছে না।’ বিজেপি সাংসদ লেখেন, ‘ইসিএল থেকে কয়লা তোলার জন্য টন প্রতি ১৫০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত কাটমানি দিতে হয়।’

বিষ্ণুপুরের সাংসদ আরও লেখেন, ‘প্রতি মাসে ৫০ কোটিরও বেশি লোকসান হচ্ছে ভারত সরকারের। এই পুরো দুর্নীতি চলছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ইশারায়।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন ইসিএল-র একাধিক আধিকারিকও জড়িত রয়েছে এই দুর্নীতি চক্রে।

এছাড়া নির্বিচারে বালিচুরিরও অভিযোগ করেন সৌমিত্র খাঁ। আর এই চুরিতে মদত দিচ্ছেন খোদ স্থানীয় তৃণমূল বিধায়ক। এর জেরে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কোষাগার। তিনি দাবি করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা রীতিমতো দাদাগিরি চালাচ্ছে। এরই সঙ্গে ডিয়ার লটারি নিয়েও বিস্ফোরক কিছু তথ্য আগামী দিনে সামনে আনতে চলেছেন বিজেপি সাংসদ।

এদিকে, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ফের দিল্লিতে নিজেদের দফতরে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২৭ জুন কয়লা পাচারকাণ্ডে তাঁকে দিল্লিতে ডাকা হয়েছে। মলয়ের পাশাপাশি কয়লা দুর্নীতি কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত লালা ওরফে অনুপ মাজিকেও দিল্লিতে তলব করা হয়েছে। ২৮ জুন অনুপকে তলব করা হয়েছে।

গত সোমবার কয়লা পাচার মামলায় মলয়কে দিল্লিতে তলব করেছিল ইডি। ইডির দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলায় প্রচারে ব্যস্ত থাকায় তিনি তদন্তকারীদের মুখোমুখি হতে পারছেন না বলে আইনজীবী মারফত চিঠি দিয়ে মলয় জানিয়েছেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর