সন্দেশখালি মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি কাণ্ড (Sandeshkhali Case) নিয়ে কয়েকমাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি। কলকাতা হাই কোর্টের তরফ থেকে সন্দেশখালি মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। কিন্তু সম্প্রতি এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার এজলাসে এই মামলার শুনানি ছিল।

গত শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সন্দেশখালি থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সিবিআই (CBI)। এরপরেই জানা যায়, হাই কোর্টের রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। তবে আপাতত সন্দেশখালি মামলার শুনানি মুলতুবি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। গ্রীষ্মকালীন ছুটি পর তথা জুলাই মাসে মামলার আগামী শুনানি হবে।

আরও পড়ুনঃ বিলেও কারচুপি! ভোটের মাঝেই বাড়ল বিদ্যুতের দাম? ইউনিট প্রতি কত হল? মধ্যবিত্তের মাথায় হাত

এদিন রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি আগামী দু’সপ্তাহের জন্য শুনানি পিছনোর আর্জি জানিয়েছিলেন। তিনি বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা শুনানিতে আগামী ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। এদিকে অভিষেকের এই আর্জির বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু।

শীর্ষ আদালতে বিচারাধীন এই বিষয়টিকে অজুহাত করে হাই কোর্টে মামলা প্রভাবিত করার চেষ্টা যেন না করা হয়, বলেন তুষার মেহতা এবং এসভি রাজু। সব শোনার পর আদালত জানায়, আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। ফলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সন্দেশখালি কাণ্ডে রাজ্য সরকারের বিশেষ স্বস্তি হল না বলেই মত ওয়াকিবহাল মহলের।

Supreme Court

এদিন শুনানি চলাকালীন জমি দখল প্রসঙ্গও উঠেছিল। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন হলেও সেই বিষয়টিকে কিছুতেই হাই কোর্টের নির্দেশ অথবা শুনানির ক্ষেত্রে অজুহাত করা যাবে না। অর্থাৎ সন্দেশখালি কাণ্ডে এখন সিবিআই তদন্তই চলবে। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা হলেও হাই কোর্টের নির্দেশ অবমাননা করা যাবে না, কার্যত এই বার্তাই দিয়েছে শীর্ষ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর