সোমবার থেকেই পঞ্চায়েত ভোটের প্রচারে নামছেন মমতা! গত নির্বাচনে হেরে যাওয়া এই জেলাতে হবে প্রথম সভা

বাংলা হান্ট ডেস্ক : বেজে গিয়েছে নির্বাচনের বিউগল। চড়ছে ভোটের পারদ। দেশের সঙ্গে পাল্লা দিয়ে উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিও (West Bengal Politics)। আর এরই মধ্যে ভোটের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রাজ্যের বেশ কিছু এলাকায় নির্বাচনী প্রচার করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। আর তা শুরু হয়ে যাচ্ছে আগামী সপ্তাহেই। আর তা শুরু হচ্ছে কোচবিহার থেকে।

পঞ্চায়েত ভোটের প্রচার পর্বে আগামী সোমবার (২৬ জুন) কোচবিহারে প্রথম জনসভা করার কথা রয়েছে মমতার। ভোটের আগে আর খুব বেশি সময় নেই। দু’সপ্তাহেরও কম সময় থাকছে হাতে। তার আগে আবার ‘কুলিং অফ পিরিয়ড’ থাকছে। সেই কারণেই সময় নষ্ট করতে চাইছে না তৃণমূল নেতৃত্ব। এখনও পর্যন্ত যা খবর, রবিবারই কোচবিহারে পৌঁছে যাবেন মমতা। তারপর সোমবার সভা। উল্লেখ্য,

এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন কোচবিহার জেলা থেকেই। আর এবার দলের সুপ্রিমোও পঞ্চায়েতের প্রচারে নামছেন সেই কোচবিহার থেকেই।

mamata banerjee

 

রাজ্য রাজনীতি বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গকেই এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল শিবির। তার প্রধান কারণ, উনিশের লোকসভা নির্বাচনে কোচবিহারে বেশ ধাক্কা খেয়েছিল তৃণমূল। কোচবিহার থেকে সাংসদ হয়েছেন বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছেন। তারপর একুশের বিধানসভা নির্বাচনেও ভালো ফল হয়নি শাসক শিবিরের। বেশিরভাগ বিধানসভা কেন্দ্রগুলিতেই বিজেপি একাধিপত্য দেখিয়েছে একুশের ভোটে। সেখান থেকে সাধারণ মানুষের মন ঘাসফুলের দিকে ফেরাতে তৎপর তৃণমূল নেতৃত্ব।

এছাড়া, গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যাও একটি অন্যতম বড় কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা চলাকালীন এই কোচবিহারেই প্রার্থী বাছাইয়ের জন্য ভোটাভুটি ঘিরে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই নিয়ে কড়া বার্তা দিতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

কোচবিহার জেলায় রাজবংশী সম্প্রদায়েরও একটি বড় অংশের ভোটার রয়েছেন। কিছুদিন আগে সীমান্তবর্তী এলাকায় এক রাজবংশী যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ইস্যুতেও সরব হন মমতা। এবারের কোচবিহারের সভা থেকেও সেই রাজবংশীদের খুশি করার চেষ্টা দেখা যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর