দুবার ডিভোর্স, বউ থাকতেও পরকীয়া, প্রেমিকা গর্ভবতী হতেই হাত ঝেড়ে ফেলেন আমির!

বাংলাহান্ট ডেস্ক: আমির খান (Aamir Khan), বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত তিনি। ছবির গল্প, অভিনয় সবকিছু যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ শান্তি হয় না নাকি তাঁর। কিন্তু ব‍্যক্তিগত জীবনটাকে খুঁতহীন করতে পারেননি আমির। একাধিক বার কেচ্ছা জড়িয়েছে তাঁর নামের সঙ্গে।

তবে একটা বিতর্ক থেকে এখনো রেহাই পাননি অভিনেতা। একথা কারোরই অজানা নয় যে দু দুবার বিয়ের পিঁড়িতে বসেছেন আমির। এছাড়া বিবাহ বভির্ভূত সম্পর্কও রয়েছে তাঁর ব‍্যক্তিগত জীবনে। এমনকি এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক অবৈধ সন্তানও হয় আমিরের।

aamir

এই ঘটনা আমিরের গোলাম ছবির শুটিংয়ের সময়কার। সেই শুটিং সেটেই তাঁর আলাপ হয়েছিল ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের (Jessica Hines) সঙ্গে। আলাপ গড়ায় উথালপাথাল প্রেমে। সেই প্রেম এতটাই গভীর ছিল যে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছিলেন দুজন।

কিন্তু জেসিকা অন্তঃসত্ত্বা হতেই টনক নড়ে আমিরের। তিনি যে ঘোরতর সংসারী তখন। রয়েছে দুই সন্তান ইরা ও জুনেইদ। তাছাড়া রয়েছে কেরিয়ারের চিন্তাও। এমন অবস্থায় এই অভাবনীয় খবর রীতিমতো চিন্তায় ফেলে দেয় অভিনেতাকে। গুঞ্জন শোনা যায়, জেসিকাকে নাকি দুটি বিকল্প উপায়ও বলেছিলেন আমির। হয় গর্ভপাত করাতে হবে নয়তো ভুলে যেতে হবে আমিরকে।

জেসিকা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন। নিজের দেশে গিয়ে তিনি জন্ম দেন আমির ও তাঁর সন্তান জান হ‍্যারি হাইনসের। পরে এক সাক্ষাৎকারে আমির সম্পর্কে এই বোমা ফাটান জেসিকা। তিনি অভিযোগ করেছিলেন, গর্ভাবস্থায় একবারের জন‍্যও খোঁজ নেননি আমির। বলা বাহুল‍্য, সে সবই গুজব বলে এড়িয়ে গিয়েছিলেন অভিনেতা।

জেসিকা জানিয়েছিলেন, সেই ছেলে বড় হয়ে নাকি বিনোদন জগতেই পা রেখেছেন। নামী ম‍্যাগাজিনের মডেল তিনি। জানের সঙ্গে আমিরের চোখমুখের মিল থাকলেও আদৌ তিনি অভিনেতারই ছেলে কিনা তা এখনো স্পষ্ট হয়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর