বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। হাতে মাত্র দিন কয়েকের সময়। রাজ্যজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে বহু টালবাহানার পর ভোটের মুখে গ্রামে গ্রামে পা রাখছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আর তাদের দেখেই কপাল থেকে চিন্তার ভাঁজ সরলো গ্রামবাসীদের। বাহিনীকে দেখেই নিশ্চিন্ত তারা। শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে বাহিনীকে স্বাগত জানালেন গ্রামবাসীরা।
ঠিক এমনই চিত্র উঠে এল পুরাতন মালদার (Malda) সাহাপুরে। নিরাপত্তার চিন্তা কাটতেই বাহিনীকে বরণ করে নিলেন গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে এই নজিরবিহীন চিত্র দেখা গেল সাহাপুর বাজার এলাকায়। স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মনমুগ্ধ আচরণে খুশি বিএসএফ জওয়ানরাও।
মালদা থানার পুলিশকে সঙ্গে করে এদিন এরিয়া ডমিনেশন করে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলেন তারা। ভোটের আগে গ্রামবাসীর মনোবল বাড়াতেই তাদের সঙ্গে কথা-বার্তা বলেন।
অন্যদিকে মালদার পাশাপাশি হাওড়ার স্পর্শকাতর এলাকাতেও পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবারই উলুবেড়িয়ায় এসেছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আস্তে আস্তে ভোটের আগে রাজ্যের সর্বত্রই পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী।
রবিবার সকালে উলুবেড়িয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রুট মার্চ করেন বিএসএফ জওয়ানরা। হাওড়াতেও ভোটের উত্তপ্ত পরিস্থিতিতে ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে তাদের সঙ্গে কথাবার্তা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।