বাংলা হান্ট ডেস্কঃ ফের বিপাকে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী বেশ কয়েকদিন বজ্রপাত সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ ও কাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় বৃষ্টি হয়েছে। বুধের পর বৃহস্পতিতেও সেই ধারা অব্যাহত থাকতে পারে বলে হাওয়া অফিস (Alipore Weather office) সূত্রে খবর।
যদিও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমান কিছুটা কমবে বলে পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে আশঙ্কা৷ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে গতকাল থেকে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বেশি। ফের ঝড়-বৃষ্টির জোড়া তাণ্ডব চলবে উত্তরে।তাপমাত্রার পারদও বেশ কিছুটা পড়বে বলে পূর্বাভাস।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এসব বাদে বাকি জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টিপাত কমবে। ফলে ফের তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। আজ থেকে শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস।