আমেরিকায় হাতে তৈরি শাড়ি পরেছিলেন নীতা আম্বানি, বুনতে কতদিন লেগেছিল জানেন?

বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) বরাবর নিজের স্টাইল স্টেটমেন্ট এর জন্য অত্যন্ত পরিচিত। মাঝেমধ্যেই তাকে বিভিন্ন কারুকাজ করা পোশাকে দেখা যায়। নীতা আম্বানির এই পোশাকগুলি বিশেষভাবে তৈরি করা হয়। কোনও পোশাক তৈরি করতে লাগে এক মাস, আবার কোনও পোশাক প্রস্তুত করতে মাসের পর মাস কেটে যায়।

বিশেষভাবে তৈরি এই পোশাকগুলি নীতা আম্বানির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হয়ে উঠেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন। সেই সফরে প্রধানমন্ত্রীর সাথে বেশ কিছু বিশিষ্ট ভারতীয় উপস্থিত ছিলেন। সেই অতিথিদের মধ্যে ছিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি।

মার্কিন সফরের সময় নীতা আম্বানির শাড়ি এখন আলোচনার বিষয়। নরেন্দ্র মোদির সম্মানে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন আয়োজন করেন এক নৈশ ভোজের। সেই নৈশ ভোজে উপস্থিত ছিলেন আম্বানি দম্পতি। সেখানে দেখা যায় নীতা আম্বানি পড়ে রয়েছেন গোলাপি রঙের অসম্ভব সুন্দর কারুকাজ করা একটি পাটোলা শাড়ি।

এই শাড়িটিতে ছিল ডবল ইকাট বুনন, অর্থাৎ শাড়ির প্যাটার্নটি রঙ করার আগে কাপড়ে বোনা হয়েছিল। হ্যান্ড এমব্রয়ডারি করা মোটিফ দিয়ে বিভিন্ন কারুকাজ আঁকা ছিল এই শাড়িতে। জ্যামিতিক নকশা, ফুল এবং প্রাণীর ঐতিহ্যবাহী রঙ্গোলির নিদর্শন ছিল এই শাড়ির নকশায়। পাটোলা বুনন হল গুজরাটের একটি শতাব্দী-প্রাচীন বুনন পদ্ধতি।

Nita Ambani

সূক্ষ্ম কারুকাজ এবং জটিল কাজের জন্য এটি বিশ্বের সবচেয়ে জটিল এবং মূল্যবান বুনন হিসাবে বিবেচিত হয়। নীতা আম্বানির এই শাড়িটি গুজরাটের একদল দক্ষ শাড়ির কারিগর ছয় মাস ধরে তৈরি করেছিল। নীতা আম্বানির গোলাপী পাটোলা শাড়িটি ছিল ভারতের ঐতিহ্যশালী বুনন শিল্পর এক জীবন্ত প্রতীক।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর