বাংলাহান্ট ডেস্ক : প্রাচীন ভারতের একজন অর্থনীতিবিদ ও দার্শনিক ছিলেন চাণক্য (Chanakya)। তাকে কৌটিল্য নামেও ডাকা হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। চাণক্য ছিলেন তক্ষশীলা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও রাষ্ট্রনীতির অধ্যাপক। চন্দ্রগুপ্ত মৌর্য্য ও তার পুত্র বিন্দুসারের রাজ-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই পণ্ডিত।
সমাজ ও ব্যক্তি বিষয়ে চাণক্য বিভিন্ন ধরনের মত পোষণ করে গিয়েছে। এগুলিকে একসাথে চাণক্য নীতি (Sampurna chanakya neeti) বলা হয়। সমাজের বাস্তব রূপ তুলে ধরে চাণক্য সহজভাবে জীবন কাটানোর ধারণা দিয়ে গিয়েছেন। বলা হয় চাণক্য নীতি অনুসরণ করলে জীবন অনেক সুমধুর হয়। চাণক্য তাঁর বিভিন্ন গ্রন্থে লিখে গিয়েছেন কীভাবে সমাজের থেকে নিজেকে বাঁচিয়ে সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করতে হয়।
চাণক্য এক জায়গায় লিখে গিয়েছেন কোন ধরনের মানুষদের আমাদের সর্বদা এড়িয়ে চলা উচিত। এ ধরনের মানুষদের থেকে দূরে থাকলে জীবন অনেক শান্তিময় হয়। চাণক্যের কথায়, আপনার কাছের কেউ যদি অন্য কাউকে ইচ্ছাকৃতভাবে দুঃখ-কষ্ট দেয় তাহলে তাদের থেকে দূরে থাকুন। চাণক্য বলেছেন, এই ধরনের মানুষেরা সর্বদা অন্যের অমঙ্গল চিন্তা করেন। এই ধরনের মানুষদের সাথে থাকলে আপনি কখনই জীবনে সুখী হতে পারবেন না।
চাণক্য নীতি অনুযায়ী, যে সকল মানুষেরা আপনার থেকে তাদের কাজ করিয়ে নেয়, কিন্তু আপনার প্রতি অনুগ্রহতা দেখায় না তাদের থেকে দূরে থাকুন। এই সকল মানুষেরা হলেন সুযোগ সন্ধানী। সুযোগ সন্ধানীদের থেকে দূরে থাকলে জীবন আরও উন্নত হবে। চাণক্যের বাণী সম্পর্কে আরও জানতে আপনারা চাণক্যের বিভিন্ন নীতি শাস্ত্রের বই পড়তে পারেন।