বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মরশুমে যখন তখন বৃষ্টিপাত হয়। রাস্তায় হঠাৎ বৃষ্টি নামলে আমাদের সবার মনেই চিন্তা আসে যে কীভাবে আমাদের মোবাইলটিকে রক্ষা করব। বর্তমানে মোবাইল ফোনটি আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। একটা মুহূর্তও এই ফোন ছাড়া আমাদের চলে না।
তাই বৃষ্টিতে কোনও মতেই আমাদের ফোন ভেজানো যায় না। কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারা সহজেই মোবাইল ফোনকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারেন। কিছু টিপস রয়েছে যা অবলম্বন করলে বৃষ্টির সময় আপনার মোবাইল ফোনটি (Smartphone) সুরক্ষিত থাকবে। চলুন সেই টিপসগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
• মোবাইল ফোনের ভিতর জল ঢুকে গেলে চিন্তা করবেন না। মোবাইল ফোনটিকে সাথে সাথে রেখে দিন চালের কৌটোয়। কমপক্ষে ৩-৪ ঘন্টা চালের কৌটার ভেতর মোবাইল ফোনটি রেখে দিতে হবে। ফোনের ভেতরে থাকা জল শুষে নেবে চাল।
• বর্ষা বা নিম্নচাপের সময় যখন বাইরে বেরোবেন তখন একটি পলিথিন সাথে করে নিয়ে যান। বৃষ্টিপাত আরম্ভ হলে ফোন ঢুকিয়ে দিন পলিথিন প্যাকেটের ভিতর। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন জিপার লক ব্যাগ। বৃষ্টিপাত শুরু হলে ব্যাগের ভেতর ফোন ঢুকিয়ে জিপ লক করে দিন।
• জলের হাত থেকে ফোন বাঁচানোর জন্য রয়েছে ওয়াটারপ্রুফ কভার। ওয়াটারপ্রুফ কভারের ভেতর ফোন রাখলে ফোন ভিজে যাওয়ার চিন্তা থাকেনা। এই কভারের ভিতরে থাকা অবস্থাতেও আপনারা ফোন ব্যবহার করতে পারবেন।
• যদি কোনও কারণে ফোনের ভেতর জল ঢুকে যায় তাহলে সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করুন। এরপর শুকনো কাপড় দিয়ে ভালো করে ফোনটিকে মুছুন। ফোনের ভেতর জল ঢুকে যাতে শর্ট সার্কিট না হয়ে যায় সেই জন্য প্রথমেই ফোন বন্ধ করে দেওয়া উচিত।
• কোনও কারণে ফোন ভিজে গেলে সেটিকে সেই মুহূর্তে একদমই চার্জে বসাবেন না। ভেজা অবস্থায় চার্জে বসালে মারাত্মক বিপদ ঘটতে পারে। তাই ফোন সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পরই সেটিকে চার্জে দেবেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা