বাংলাহান্ট ডেস্ক: বাংলায় ফের সম্মুখসমরে দুই ‘দাদা’। মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সৌজন্যে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। আসন্ন রাজ্যসভা নির্বাচনে (Rajya Sabha Election) একটি আসনের জন্য এই দুই মহা তারকার নাম বিজেপির তরফে পাঠানো হতে পারে বলে খবর। রাজ্যসভার একটি আসনের জন্য প্রার্থী হিসেবে বাছাই করা হচ্ছে এই দুজনের নাম, এমনি খবর মিলেছে গেরুয়া শিবির সূত্রে।
পার্টির ঘনিষ্ঠ সূত্রের তরফে খবর, রাজ্য নেতৃত্বের তরফে একাধিক হাই প্রোফাইল নাম পেশ করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর মিলেছে, বঙ্গ বিজেপির তরফে দুটি আলাদা আলাদা তালিকা পাঠানো হয়েছে দিল্লি নেতৃত্বের কাছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাঠিয়েছেন একটি তালিকা, যেখানে রয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী এবং অনন্ত মহারাজের নাম।
অন্যদিকে শুভেন্দু অধিকারীর পাঠানো তালিকায় নাম রয়েছে মিঠুন চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং অনন্ত মহারাজের। আপাতত এই নামগুলির মধ্যেই তুল্যমূল্য বিচার চলছে পার্টির অন্দরে। রাজ্যসভার একটি আসনের জন্য ট্রাম্প কার্ডটা সঠিক ভাবে ব্যবহার করার লক্ষ্যে রয়েছে বিজেপি।
উল্লেখ্য, সৌরভকে এর আগেও বিজেপির তরফে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে শোনা যায়। বিধানসভা নির্বাচনের সময়ে বাংলার ‘মহারাজ’কে বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছিল বলে তীব্র গুঞ্জন রয়েছে। যদিও সৌরভ এ বিষয়ে কখনোই স্পষ্ট ভাবে কোনো মন্তব্য করেননি। এবারেও তাঁর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে খবর। কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি ‘দাদা’র তরফে।
প্রসঙ্গত, আগামী ১৮ অগাস্ট রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে ডেরেক ও ব্রায়েন, প্রদীপ ভট্টাচার্য, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রীদের। আগামী ২৪ জুলাই হতে চলেছে নির্বাচন।