বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote) হাতে মাত্র গোনা কয়েকদিন। একদিকে শেষ মুহূর্তের তোড়জোড়ে ব্যস্ত সকল রাজনৈতিক দল। অন্যদিকে, ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে উত্তপ্ত বাংলা। মনোনয়ন পর্বে তো রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভাঙড়, ক্যানিং সহ রাজ্যের একাধিক জায়গা। শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। এরই মধ্যে এবার রাজ্য নির্বাচন কমিশনার (Election Commissioner) রাজীব সিনহাকে (Rajiv Sinha) চিঠি দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)।
সুষ্ঠু এবং অবাধ পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রত্যেক বুথে তিনটি ভোটদান কক্ষের প্রয়োজন। এই অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন বিমানবাবু। পঞ্চায়েত ভোটের প্রতি বুথে কেন তিনটি কক্ষ প্রয়োজন, চিঠিতে তার উল্লেখও করেন তিনি।
বিমান বসু লিখেছেন, ‘‘সাধারণত অন্যান্য ভোটের তুলনায় পঞ্চায়েত নির্বাচনে বেশি সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক ভোটারকে তিনটি ব্যালট পেপারে পর্যায়ক্রমে ভোট দিতে হয়। তাই ভোটদানে সময় বেশি লাগে।’’
নিজের আরজির স্বপক্ষে যুক্তি দিয়ে তিনটি ভোটকক্ষের প্রয়োজন বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। নেতার দাবি, প্রশিক্ষণের সময় ভোটকর্মীরাও ভোট কক্ষের সংখ্যার বিষয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কোথাও তিনটি এবং কোনও জেলায় একটি ভোট কক্ষের কথা বলা হয়েছে। নেতার মত, এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকার প্রয়োজন রয়েছে।
যদি একটি বা দু’টি ভোটদান কক্ষ থাকলে ভোট পক্রিয়া লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। যার দরুন ভোটারগণ বিরক্ত হলে ভোটে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তাই অশান্তি রুখতে এবং সুষ্ঠু এবং অবাধ পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতিটি বুথে তিনটি ভোটদান কক্ষ রাখা উচিত বলে মত বিমানবাবুর। এই বিষয়েই চিঠি দিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। নির্বাচন কমিশনার এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশাবাদী বামফ্রন্ট চেয়ারম্যান।