বিনিয়োগকারীদের জন্য সুখবর! এবার কেন্দ্রের তরফে বাড়ানো হল সুদের হার! কোন স্কিমে মিলছে বেশি লাভ?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার কেন্দ্রের (Central Government) তরফে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার (Interest Rate) বাড়ানো হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা এবার থেকে বেশ কিছু প্রকল্পে বাড়তি লাভ পাবেন। মূলত, ২ বছরের ডিপোজিটে ০.১০ শতাংশ এবং ৫ বছরের রেকারিং ডিপোজিটে ০.৩০ শতাংশ সুদ বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা এই ত্রৈমাসিকের জন্য এহেন বৃদ্ধি করেছে সরকার। তবে, জানিয়ে রাখি যে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) সহ সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং কিষাণ বিকাশ পত্রের মতো প্রকল্পের ক্ষেত্রে সুদের হারে কোনো পরিবর্তন করেনি সরকার।

এদিকে, অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে সর্বোচ্চ ০.৩ শতাংশ সুদ বাড়ানোর ফলে ফ্রিকোয়েন্সি ডিপোজিটধারীরা চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৬.৫ শতাংশ সুদ পাবেন। যা পূর্বে ৬.২ শতাংশ ছিল।

পাশাপাশি, সুদের হার পর্যালোচনার পর পোস্ট অফিসগুলিতে ১ বছরের ফিক্সড ডিপোজিটের সুদ ০.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬.৯ শতাংশে পৌঁছে যাবে বলেও জানা গিয়েছে। এছাড়াও, দুই বছরের মেয়াদযুক্ত আমানতের ক্ষেত্রে সুদের পরিমাণ হবে ৭ শতাংশ। যা এতদিন ছিল ৬.৯ শতাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্কের তরফে গত বছরের মে থেকে রেপো রেট ২.৫ শতাংশ বাড়িয়ে ৬.৫ শতাংশ করা হয়। যার ওপর ভর করে আমানতের সুদের হারও বৃদ্ধি পেয়েছে। যদিও বিগত দু’টি মুদ্রানীতি পর্যালোচনায় রেপো রেট বৃদ্ধি পায়নি।

the interest rate has been increased by the Central Government

এদিকে, সরকার প্রতি ৩ মাস অন্তর ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে। এমতাবস্থায়, এর আগে এপ্রিল-জুন ত্রৈমাসিকে অধিকাংশ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়। পাশাপাশি, এনএসসি-তে শেষবারের মতো সুদ বাড়ানো হয়েছিল চলতি আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে। তবে, সেই সময় মাত্র একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পেই সুদের হার বাড়ানো হয়। তবে, এবার ফের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর