এবার ভারতের এই রাজ্যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করবে ব্রিটেনের সংস্থা! হবে বিপুল কর্মসংস্থান

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আমেরিকা সফর শেষ হতে না হতেই এবার ব্রিটেন (Britain) থেকে বড়সড় উপহার সামনে এল। মূলত, এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের (Rishi Sunak) দেশ থেকেও ৩০ হাজার কোটি টাকার সেমিকন্ডাক্টর প্ল্যান্টের ক্ষেত্রে বিনিয়োগের বিষয়টি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ব্রিটিশ সংস্থাটি ওড়িশায় একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের কথা ভাবছে। এর আগে আমেরিকান কোম্পানি মাইক্রন টেকনোলজি গুজরাটের সানন্দে একটি প্ল্যান্ট স্থাপনের ঘোষণা করেছে। এমতাবস্থায়, চলুন জেনে নিই যে, ব্রিটেনের কোন কোম্পানি ওড়িশায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের প্রস্তুতি নিচ্ছে?

৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ: ইতিমধ্যেই মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, আধিকারিকরা গত শনিবার জানিয়েছেন যে ওই ব্রিটিশ কোম্পানি ওড়িশার গঞ্জাম জেলায় একটি সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে। যার মধ্যে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।

মূলত, ব্রিটেনের SRAM & MRAM গ্রূপের ভারতীয় শাখা SRAM & MRAM Technologies & Projects India Pvt Ltd, ওই রাজ্যে একটি সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের জন্য গত ২৬ মার্চ রাজ্য সরকারের সাথে মৌ স্বাক্ষর করেছে। ইতিমধ্যেই কোম্পানির চেয়ারম্যান গুরুজি কুমারন স্বামীর নেতৃত্বে কোম্পানির আধিকারিকরা ওই জেলার ছত্রপুরের কাছাকাছি কয়েকটি শহর পরিদর্শন করেন এবং তারপর বৃহস্পতিবার ছত্রপুরে জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন।

৫০০ থেকে ৮০০ একর জমির প্রয়োজন হবে: প্রাপ্ত তথ্য অনুযায়ী, গঞ্জামের কালেক্টর দিব্য জ্যোতি পারিদা বিনিয়োগকারীদের ওই ইউনিট স্থাপনের জন্য সমস্ত সুবিধার আশ্বাস দিয়েছেন। এদিকে, ওই ইউনিট স্থাপনের জন্য প্রায় ৫০০ থেকে ৮০০ একর জমির প্রয়োজন। এমতাবস্থায়, ফার্মের প্রোজেক্ট ডাইরেক্টর দেবদত্ত সিংদেও জানিয়েছেন যে, “আমরা প্রস্তাবিত সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপনের জন্য টাটার ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং কিছু ব্যক্তিগত জমি সহ কিছু সাইট পরিদর্শন করেছি। কোম্পানির একটি কারিগরি দল সাইটটি চূড়ান্ত করতে জেলা পরিদর্শন করবে।”

এদিকে, কোম্পানির আধিকারিকরা ওড়িশার অন্যান্য জেলাগুলিও পরিদর্শন করেছিলেন। তবে, পরিষ্কার জল এবং শক্তির সহজলভ্যতা ছাড়াও, তাঁরা গোপালপুর বন্দর এবং ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল করিডোর সহ একটি বিমানপথ এবং একটি জাতীয় সড়কের মতো ফ্যাব্রিকেশন ইউনিটের মৌলিক প্রয়োজনীয়তাগুলি লক্ষ্য করেছেন। আর এই কারণেই ছত্রপুরের নিকটবর্তী স্থানটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

A British company will set up a semiconductor plant in this state of India

৫,০০০ জন সরাসরি কর্মসংস্থান পাবেন: এদিকে, সিংদেও আরও জানিয়েছেন যে, সংস্থাটি দুই বছরের মধ্যে ইউনিট স্থাপন করে ৫,০০০ জনকে সরাসরি কর্মসংস্থান দেওয়ার লক্ষ্য রাখবে। এছাড়াও, এটি ২০২৭ সালের মধ্যে প্রায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি পরবর্তী পর্যায়ে ইউনিটটি প্রসারিত করার পরিকল্পনা করেছে। এই সেমিকন্ডাক্টর ইউনিট মোবাইল ফোন, টেলিভিশন সেট, ল্যাপটপ, এয়ার কন্ডিশনার এবং এটিএম-এ ব্যবহৃত মেমরি চিপ তৈরি করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর