১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকা! এই অঙ্কটাই ঘুরিয়ে দেবে তদন্তের মোড়? ED-র নজরে সায়নীর মায়ের আয়

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে চর্চার শিরোনামে এখন অভিনেত্রী তথা তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। শিক্ষক কেলেঙ্কারিতে ধৃত হুগলীর প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে আসে সায়নীর নাম। এরপরেই তলব, আর গত শুক্রবার টানা ১১ ঘণ্টা ম্যারাথন জেরা। তবে এতেই শেষ নয়! সূত্রের খবর, সায়নীর উত্তরে সন্তুষ্ট নন গোয়েন্দারা। তাই ৫ই জুন ফের ডাক পড়েছে তার।

এদিকে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে, এবার ইডির (ED) আতসকাঁচের নীচে সায়নীর অ্যাকাউন্টে থাকা ১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকা। ২০২১-এ বিধানসভা ভোটে যখন তিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন তখন মনোনয়নে উল্লেখ ছিল, সায়নীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৯ লক্ষ টাকা।

এবার ইডির নজর সেই টাকার উৎসের দিকে। পাশাপাশি আসানসোল দক্ষিণের প্রার্থী হয়েছে মনোনয়ন দাখিলের সময় নেত্রী জানিয়েছিলেন তার অ্যাকাউন্টে রয়েছে ১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকা। সেই টাকার উৎস জানতেও মরিয়া ইডি।

জানা গিয়েছে, শুক্রবার গোয়েন্দারা সায়নীকে সেই টাকার উৎস নিয়ে প্রশ্ন করলে সায়নী জানায় সেই টাকা তার ও পরিবারের সঞ্চয়, অর্থাৎ জমানো অর্থ। আবার অন্যদিকে, ২১এ নির্বাচনী হলফনামায় সায়নী উল্লেখ করেছিলেন সেই টাকা তার মায়ের। তার থেকেই ঋণ নিয়েছিলেন।

sayani

সায়নীর দু জায়গায় দুরকম এই বয়ানই এখন তদন্তকারীদের হাতিয়ার। যদি সেই টাকা সায়নীর মায়েরই হয় তবে তার উৎস জানতে চায় তদন্তকারী সংস্থা। তিনি ঠিকঠাক আয়কর জমা দিয়েছেন কিনা সেই নিয়েও চলছে খোঁজ। চলতি সপ্তাহেই বুধবার সায়নীকে ফের তলব করেছে ইডি। সেদিন এই তদন্তের জল কোন দিকে গড়ায় সেই দিকেই সকলের নজর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর