বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত (Panchayat Vote) পূর্বেই ফের ঝরলো রক্ত! এবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাড়োয়ায় (Haroa) বোমা বাঁধার সময় বিস্ফোরণে (Bomb Blast) প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম পরিতোষ মণ্ডল। তিঁনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।
সূত্রের খবর, সোমবার ভোররাতে বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় শালিপুর। মাঠে বোমা বাঁধার কাজ করার সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বোমা বাঁধার কাজ করছিলেন দুজন।
তার মধ্যে একজন গুরুতর জখম, অন্যজন ঘটনাস্থলেই প্রাণ হারান। এই দুজনার নামেই এর আগে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। হাড়োয়া থানার পুলিশ (Police) মৃতদেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য বসিরহাটের জেলা হাসপাতালে পাঠিয়েছে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় অশান্তি ছড়াতেই এই বোমা বাঁধা হচ্ছিল বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে এই নিয়ে গত ২৪ দিনে বোমা বিস্ফোরণে প্রাণ গিয়েছে ১৪ জনের। পূর্বে গত ৩০ জুন পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন শেখ নজরুল ইসলাম নামে এক ব্যক্তি।
অন্যদিকে, ২৪ জুন বোমা বাঁধতে গিয়ে মুর্শিদাবাদের বেলডাঙায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায় বোমা বাঁধার সময়ে বিস্ফোরণে গুরুতর জখম হয় আরিফ নামক এক যুবক। এভাবে পরপর বোমা বিস্ফোরণের ঘটনায় গোটা রাজ্য জুড়ে ভয়ের বাতাবরণ। পাশাপাশি এই পরিস্থিতিতে কিভাবে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন সম্ভব সেই নিয়েও উঠছে প্রশ্ন।