বাংলাহান্ট ডেস্ক : আমাদের দৈনন্দিন জীবনে ট্যাক্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যানবাহন। যাদের নিজস্ব চারচাকা নেই তাদের জন্য ট্যাক্সি খুবই উপকারী। সাধ্যের মধ্যে দ্রুত নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্যাক্সির বিকল্প নেই। কিন্তু এই ট্যাক্সে যদি আকাশে উড়ে যেতে পারতো তাহলে কেমন হত কখনও ভেবে দেখেছেন?
প্রযুক্তির সাহায্যে আমাদের জীবন দ্রুত এগিয়ে চলেছে উন্নতির দিকে। এই বিজ্ঞানেরই এক আশ্চর্য সৃষ্টি গাড়ি। একটা সময় মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন পশুর সাহায্য নিত। আজ থেকে দেড়শ বছর আগেও আমাদের দেশের লোকেরা গরুর গাড়ির সাহায্যে যাতায়াত করত।
কিন্তু মোটর চালিত গাড়ি আসার পর সেই চিত্র বদলে গিয়েছে। এছাড়াও দ্রুত এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য জাহাজের বদলে এসেছে উড়োজাহাজ। এবার ট্যাক্সিও উড়তে চলেছে আকাশে। উড়ন্ত গাড়ি ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন জায়গায় সাফল্যের মুখ দেখেছে।
রাস্তার বদলে এই গাড়িগুলি আকাশ পথে ভ্রমণ করে। বোয়িং, হুদাই, এয়ারবাস, টয়োটার মতো কোম্পানিগুলি এমন ধরনের গাড়ি তৈরি করছে যেগুলি উড়ন্ত গাড়ি হিসেবে সেরা চয়েজ হতে পারে। এই ধরনের গাড়ি চালানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আমেরিকা ও ইউরোপের দেশগুলি।
এই দেশগুলি তৈরি করছে এয়ার ট্যাক্সি রেগুলেটর ।এই রেগুলেটর তৈরীর উদ্দেশ্য হল যে সকল জায়গায় এই ধরনের উড়ন্ত ট্যাক্সি চলবে সেই সকল জায়গার বিমানবন্দর বা ফ্লাইট টেকঅফের জায়গায় এই ট্যাক্সির অবতরণের জায়গাও থাকবে। অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এই ধরনের গাড়ির উড্ডয়ন ও অবতরণের জায়গা চিহ্নিত করতে হবে।
যেভাবে মেট্রো ও হাইওয়ের রুট নির্ধারণ হয় সেই ভাবেই নির্দিষ্ট রুট নির্ধারণ করতে হবে উড়ন্ত ট্যাক্সির। বড় মোটর ও এয়ার স্পেস কোম্পানিগুলি এই ধরনের বিভিন্ন গাড়ি আনছে। জটিল নগর কাঠামোতে এই ধরনের কাজ কঠিন হলেও খুব একটা দেরি নেই যখন আমরাও দেখতে পারব আকাশে উড়ছে উড়ন্ত ট্যাক্সি।