আম্বানি পরিবারের ছোট বউ ছিলেন ডাকসাইটে সুন্দরী নায়িকা! কেমন ছিল অনিল – টিনার প্রেম?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আম্বানি পরিবার ভারতের সবথেকে ধনী পরিবারগুলির অন্যতম। এই পরিবারের দুই সন্তান মুকেশ ও অনিল ব্যবসার জগতে নিজস্ব স্বাক্ষর রেখেছেন। যদিও বিগত কয়েক বছরে অনিল আম্বানীর ব্যবসার ভরাডুবি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মুকেশ ও অনিলের স্ত্রী দুজনেই থেকেছেন লাইম লাইটে। সম্প্রতি ইডির পক্ষ থেকে তলব করা হয়েছিল অনিল আম্বানি স্ত্রী টিনা আম্বানিকে।

বর্তমানে সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনিল ও তার স্ত্রী। কিন্তু শুরুর দিকে সম্পূর্ণ অন্যরকম ছবি ছিল। যে সময় টিনা আম্বানি বলিউডে নামকরা অভিনেত্রী সেই সময় আমেরিকায় আলাপ হয় তাদের দুজনের। একটি বিয়ে বাড়িতে টিনাকে দেখে ভালোবেসে ফেলেন অনিল।

যদিও প্রথমে অনিলের (Anil Ambani) প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন টিনা (Tina Ambani)। সেই সময় টিনা আম্বানি (তখন মুনিম) ক্যারিয়ারের মধ্য গগনে। অন্যদিকে ব্যবসায় সবে হাত গলাতে শুরু করেছেন অনিল। এরপর তিন বছর কেটে গেলে পুনরায় দেখা হয় অনিল ও টিনার। সেই সময় অনিলের প্রেমের প্রস্তাব আর ফেরাতে পারেননি টিনা।

অনিল ও টিনা দুজনেই গুজরাটি পরিবারের সন্তান। কিন্তু অনিল আম্বানির পরিবার ছিল খুবই গোঁড়া। অন্যদিকে টিনার পরিবার খুবই স্বাধীনমনস্ক। এই কারণে প্রথম থেকে আম্বানি পরিবারের খুব অমত ছিল এই বিয়েতে। কিন্তু অনিল জেদ ধরে বসে থাকেন তিনি টিনা ছাড়া কাউকে বিয়ে করবেন না।

article 20151028814314752307000

অবশেষে ছেলের জেদের কাছে হার মানতে বাধ্য হয় আম্বানি পরিবার। টিনার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান ধীরুভাই আম্বানি। হাজার বাধা পেরিয়ে 1991 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনিল ও টিনা। তিন দশকেরও বেশি সময় কেটে গিয়েছে এই দম্পতি। এখনো দুজনে মিলে সামলাচ্ছেন সমস্ত ঝড়ঝাপটা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X