নতুন ফোন লঞ্চ হতেই ব্যাপক কমল OnePlus-র এই দুর্দান্ত 5G ফোনের দাম! নয়া রেট চমকে দেবে

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময় টেকনোলজি নির্ভর। এই সময় মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয়। ব্যক্তিগত কাজ থেকে অফিসিয়াল কাজ, মোবাইল ফোনে এক লহমায় সবকিছুই সেরে ফেলা সম্ভব। বর্তমানে চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থাগুলি ভারতের বাজারে বিভিন্ন রেঞ্জের 5g মডেল লঞ্চ করেছে। এই কোম্পানিগুলির মধ্যে অন্যতম হল ওয়ানপ্লাস।

এই প্রসঙ্গে বলে রাখা দরকার, Oneplus এর ফোন অন্যান্য সংস্থার ফোনের থেকে একটু বেশি দামের হয়। সম্প্রতি এই সংস্থা আমজনতার কাছে OnePlus Nord 3 5G এবং OnePlus Nord CE 3 5G ফোন নিয়ে এসেছে। কিন্তু আপনি যদি অপেক্ষাকৃত কম দামে ৫জি মোবাইল কিনতে চান তাহলে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে OnePlus CE 3 Lite।

মাত্র 19,999 টাকায় অ্যামাজনে বিক্রি হচ্ছে OnePlus CE 3 Lite। বিশেষ অফারে আপনারা এই মোবাইলটি মাসিক ইএমআইতেও কিনতে পারেন। মাসিক ৯৫৫ টাকা থেকে শুরু হচ্ছে এই ফোনের ইএমআই। স্পেশাল অফারে এইচএসবিসি ক্রেডিট কার্ডে পাওয়া যাচ্ছে ২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

সব মিলিয়ে বলা যায়, লাভই হবে ক্রেতাদের।এদিকে, AMOLED ডিসপ্লে নেই ওয়ানপ্লাসের এই মোবাইলে। 120Hz স্ক্রিন রিফ্রেশ রেট সহ একটি 6.72-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে। ড্রাগনট্রাইল স্টার গ্লাসের সুরক্ষা আছে ওয়ানপ্লাসের এই সস্তার ফোনটিতে। এই ফোনটির ডিজাইনও খুবই নজরকারা। ধূসর রঙের মডেলটি অত্যন্ত চমকপ্রদ।

oneplus phone 2

এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা। একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি Samsung HM6 সেন্সর রয়েছে এতে। এছাড়াও এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Android 13-এর উপর ভিত্তি করে অক্সিজেন ওএস সম্বলিত এই ফোনে রয়েছে 5000mAh এর ব্যাটারি। 67W এর দ্রুত চার্জার থাকছে এই ফোনের সাথে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর