মাধ্যমিক পাশেই সরকারি চাকরি! বড়সড় সিদ্ধান্ত স্টাফ সিলেকশন কমিশনের, আবেদন করুন আজই

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ের তরুণ-তরুণীরা প্রথাগত শিক্ষার পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তবে জনসংখ্যা নিরিখে সরকারি চাকরির পদের সংখ্যা খুবই কম। তাই স্বাভাবিকভাবেই সরকারি চাকরিতে প্রতিযোগিতা অনেকটাই বেশি। কিন্তু আপনি যদি কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর।

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) (Stuff Selection Commission) সম্প্রতি তাদের ওয়েবসাইটে কর্মী নিয়োগের ঘোষণা করেছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মাল্টি টাস্কিং ও হাবিলদার পদের জন্য। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক-বিভাগে। মোট ১৫৫৮ টি শূন্য পদে নিয়োগ করা হবে।

এগুলির মধ্যে ১১৯৮ টি পদে মাল্টি টাস্কিং ও ৩৬০টি পদে হাবিলদার নিয়োগ হবে। গত ৩০ শে জুন থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। আগামী ২১শে জুলাই আবেদন করার শেষ দিন। ২২ শে জুলাই আবেদন ফি জমা দেওয়ার অন্তিম দিন। অফলাইনে চালান তৈরির শেষ দিন ২৩ শে জুলাই।
২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আবেদন পত্র সংশোধন করা যাবে।

আপাতত জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হতে পারে। ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পাঁচ বছর ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে। এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস (Madhyamik Pass) হতে হবে।

Job Fair

জেনারেল ক্যাটাগরীর প্রার্থীদের আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। তবে আবেদনমূল্য লাগবেনা মহিলা, এসসি ও এসটি প্রার্থীদের। সেশন ১ এবং সেশন ২-এই দুই পর্যায়ে পরীক্ষার ভিত্তিতে প্রার্থী বাছাই হবে পদগুলির জন্য। ফিজিক্যাল এফিসিয়েনসি টেস্ট (পিইটি) দিতে হবে হাবিলদার পদের প্রার্থীদের জন্য। পেস্কেল ১ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে নিয়োগকৃত প্রার্থীদের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর