২৫ শতাংশ ভাড়া কমছে বন্দে ভারত সহ সমস্ত এগজিকিউটিভ ক্লাসে, বিরাট ঘোষণা রেলের

বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) সংযোগ ব্যবস্থার প্রাণকেন্দ্রই হলো রেল (Indian Railways) ব্যবস্থা। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল ব্যবস্থার সাহায্যেই দেশের বিভিন্ন প্রান্তে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান। আর বন্দেভারতের মত সেমি হাইস্পিড ট্রেন আসার পর তো আর কোন কথাই নেই। দেশের হাজার হাজার মানুষের মুখে হাসি ফুটিয়েছে এই ট্রেন।

তবে এবার যে খবর এসেছে তাতে সেই আনন্দ দ্বিগুন হয়ে যাবে তা বলাই বাহুল্য। সূত্রের খবর, ভাড়া কমছে বন্দে ভারত-সহ ভারতের সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেন, বিলাসবহুল ভিস্তাডোম এবং শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার ট্রেনের। জানা যাচ্ছে সর্বোচ্চ ২৫ শতাংশ কমতে পারে ট্রেনের ভাড়া।

শনিবারই এই বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। রেল সূত্রে খবর, ওই ট্রেনগুলির কত টিকিট বিক্রি হচ্ছে, তার উপর নির্ভর করে ধার্য করা হবে নতুন ভাড়া। পাশাপাশি আরো জানা যাচ্ছে যে, গত মাসে যে রেলগুলির ৫০ শতাংশের কম টিকিট বিক্রি হয়েছে সেইসব ট্রেনগুলিতে খুব শীঘ্রই নতুন ভাড়া লাগু করা হবে।

এতে ওই ট্রেনগুলিতে যেমন সিটও ভর্তি হবে, তেমনই অল্প খরচে যাত্রীরা সব যাত্রীরাই ট্রেনে চড়তে পারবেন। যদিও ঠিক কোন কোন ট্রেনের ভাড়া কমানো হবে এই বিষয়টায় ভারতীয় রেল নিজে সরাসরি হস্তক্ষেপ করেনি। বিষয়টি সম্পূর্ণভাবে বিভিন্ন জোনের কর্মকর্তাদের উপরেই ছেড়েছে ভারতীয় রেল বোর্ড।

up train loot

রেলওয়ে বোর্ড যে বিবৃতি জারি করেছে তাতে বলা হয়েছে, ‘‘এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেনে এই ভাড়া প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল ভা়ড়া কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।’’ সূত্রের খবর, অন্যান‌্য পরিবহণ ব্যবস্থার ভাড়ার সঙ্গে তূল্যমূল্য বিচার করার পর নতুন ভাড়া লাগু করবে রেল কর্তৃপক্ষ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর