বাংলাহান্ট ডেস্ক : চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি আমাদের সবাইকে ইন্টারভিউ রাউন্ডের (Interview) জন্যও প্রস্তুতি নিতে হয়। ইন্টারভিউ রাউন্ডে অনেক সময় এমন প্রশ্ন ধরা হয় যেগুলি আমাদের জানা থাকলেও আমরা উপস্থিত বুদ্ধির অভাবে সেগুলোর উত্তর দিতে পারি না। ইন্টারভিউ রাউন্ডে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।
অনেক সময় উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য পরীক্ষকরা সোজা প্রশ্ন ঘুরিয়ে ধরেন। এমন অবস্থায় অনেক চাকরিপ্রার্থী ঘাবড়ে যান। কিন্তু আগে থেকে যদি এই প্রশ্ন ও উত্তরগুলো আপনারা জেনে নিয়ে থাকেন তাহলে সহজেই ইন্টারভিউ রাউন্ড উত্তীর্ণ হতে পারবেন। আজ চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্ন ও উত্তর।
১) প্রশ্নঃ রামায়ণ মহোৎসব অনুষ্ঠিত হবে কোন রাজ্যে?
উত্তরঃ ছত্রিশগড়।
২) প্রশ্নঃ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ৫রা জুন।
৩) প্রশ্নঃ কোন রাজ্যের আহমেদগরের নাম পরিবর্তন করে রাখা হবে ‘অহল্যা নগর’?
উত্তরঃ মহারাষ্ট্র।
৪) প্রশ্নঃ সিগারেটের প্যাকেটে স্বাস্থ্য সতর্কতা প্রিন্ট করা বিশ্বের প্রথম দেশ হল কোনটি?
উত্তরঃ কানাডা।
৫) প্রশ্নঃ ১০০টি বন্দে ভারত ট্রেন তৈরি করবে কোন দেশের Alstom নামক কোম্পানি?
উত্তরঃ ফ্রান্স (এর জন্য ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে)।
৬) প্রশ্নঃ বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড হিন্দু মন্দির কোথায় তৈরি হচ্ছে?
উত্তরঃ তেলেঙ্গানা।
৭) প্রশ্নঃ মধ্যপ্রদেশের প্রথম সোলার সিটি হচ্ছে কোনটি?
উত্তরঃ সাঁচি।
৮) প্রশ্নঃ কোন সালে জম্মু-কাশ্মীরের শ্রীনগর স্মার্ট সিটিতে পরিণত হবে?
উত্তরঃ ২০২৪ সালে।
৯) প্রশ্নঃ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত স্টিল উৎপাদনকারী দেশের তকমা পেল কে?
উত্তরঃ ভারত (প্রথম স্থানে রয়েছে চীন)।
১০) প্রশ্নঃ সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-র নামকরণ করেছে কোন দেশ?
উত্তরঃ বাংলাদেশ।
১১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে?
উত্তরঃ রাজীব সিনহা।
১২) প্রশ্নঃ ভারতে চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী দেশ হলো কোনটি?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত (প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর)।
১৩) প্রশ্নঃ ভারতের প্রথম সিএনজি চালিত টয় ট্রেন চালু হল কোথায়?
উত্তরঃ রাজস্থান।
১৪) প্রশ্নঃ ভারতের প্রথম মটো জিপি রেসিং ইভেন্ট হোস্ট করবে কোন রাজ্যে?
উত্তরঃ উত্তর প্রদেশ।
১৫) প্রশ্নঃ বাংলায় এমন কোন শব্দ আছে, যা আমরা লিখতে পারি কিন্তু পড়তে পারি না?
উত্তরঃ ‘না’ (প্রশ্নটি মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবেন)।