বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল পঞ্চায়েত ভোট (Panchayat Vote) গণতন্ত্রের উৎসব! আর সেই উৎসবে হাজারো কাণ্ড। কোথাও ছাপ্পা, দেদার ভোট লুঠ, সন্ত্রাস-হিংসা তো কোথাও বইলো রক্তগঙ্গা। তারপর গোটা দুদিন পেরিয়ে গেলেও বদলায়নি চিত্রটা। ভোটের দিন তো বটেই, পাশাপাশি আজ ভোটের গণনাতেও একাধিক জায়গা থেকে বিক্ষিপ্তভাবে উঠে আসছে অশান্তির চিত্র।
গণনার দিনে ভয়ঙ্কর কাণ্ড! একাধিক জায়গা থেকে বিরোধীদের হাজারো অভিযোগ উঠে আসছে শাসকদল তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। বালি, নিশিন্দা থানার অন্তর্গত দুর্গাপুর (Durgapur) অভয়নগর পল্লী মাঠে করা স্ট্রং রুমে রক্তারক্তি অবস্থা। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপির (BJP) সব প্রার্থীকে, এজেন্টের ওপর মারধর চালিয়েছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা।
বিজেপি কর্মীদের মেরে মাথা ফাটিয়ে, কাউন্টিং হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। শুধু তাই নয়, এমনকী মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া সহ তাদের শারীরিক অত্যাচার করার মতো মারাত্মক অভিযোগ উঠে আসছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় চিত্রটা একই। দুর্গাপুরের পাশাপাশি ডায়মন্ড হারবারের ফকির চাঁদ কলেজের গণনা কেন্দ্রে বিজেপির প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের উপর হামলা করে তৃণমূল দুষ্কৃতীরা। বোমাবাজিও হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাদের NRS হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে।